এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসছেন ঢালিউডের নায়িকা
পরীমণি। বাংলাদেশী নায়ক শরীফুল রাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।
কিছুদিন আগেই নিজের মা হওয়ার খবর সামনে আনেন পরীমণি। তখনই প্রশ্ন ওঠে বিয়ে আগে মা
হওয়ার বিষয় নিয়ে। তখন নায়িকা জানান, গত ১৭ অক্টোবর তিনি
গোপনে বিয়ে সেরেছেন রাজের সঙ্গে। আর এবার তা সাড়ম্বরে সারার পালা। সেই মতো উদযাপন
শুরু। গত শুক্রবার ছিল নায়িকার গায়ে হলুদ। সুন্দর হলুদ সাজে, সজ্জায়, দু’জনেই যেন বসন্তের
আবাহনে মজে। শনিবার সেই ছবি প্রকাশ্যে আসে নায়িকার ফেসবুক পেজে।
এদিন হলুদ বাংলাদেশী শাড়িতে পরীমণি পরির মতোই সুন্দর
সেজেছিলেন। তাঁর খোলা চুলে সাজানো মরশুমি ফুল। হালকা অলঙ্কারে মোহময়ী রুপে ধরা
দিয়েছেন তিনি। আর রাজের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি, উত্তরীয়, মাথায় পাগড়ি। অনুষ্ঠান বাড়ি সেজে উঠেছে হলুদ
গাঁদায়, শালুর পর্দায়। অনুষ্ঠানে উপস্থিত দুই পরিবারের সদস্য,
আত্মীয়েরা।
আরও পড়ুন: বাংলাদেশি অভিনেত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার, খুনের কথা স্বীকার স্বামীর
আরও পড়ুন: Pori Moni: নতুন বছরেই সুখবর! মা হচ্ছেন পরীমনি
বিয়ের আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি রাখেন নি তাঁরা। ‘রাজপরী’
লেখা কেক, রকমারি মিষ্টি, পায়েস, দই, হলুদ, পান, ফুলের স্তবক- আরও কত কী! এদিন তারকাদের বিশেষ
দিনে উপস্থিত ছিলেন প্রযোজিকা চয়নিকা চৌধুরী। পরী তাঁকে ‘মা’
বলে সম্বোধন করেন। ছিলেন চরকি প্রযোজনা সংস্থার কর্ণধার রেদওয়ান
রনি। তিনি নায়িকার গায়ে হলুদ মাখিয়ে দেন। পরীমণির গায়ের হলুদ এর পরেই রাজের গায়ে
হলুদ। শুধু তাই নয় এদিন হবু-দম্পতি একই সঙ্গে মেহেন্দির রঙেও নিজেদের হাত রাঙান।
হিসেব মতো শুক্রবার গায়ে হলুদের অনুষ্ঠান হলে, শনিবার সন্ধ্যায় বিয়ে অনুষ্ঠান হওয়া উচিত। তবে কি আজ রাতেই চার হাত এক হবে
রাজ পরীমণির? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি।