বাংলাদেশি সংগীতশিল্পী নোবেল আবার শিরোনামে। এবার অবশ্য গান নয়, স্ত্রীয়ের
বিরুদ্ধে মন্তব্য করে তিনি শিরোনামে এসেছেন। স্ত্রীর বিরুদ্ধে গর্ভস্থ সন্তানকে খুনের
অভিযোগ এনেছেন গায়ক। যদিও নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদের দাবি তিনি অন্তঃসত্ত্বা
নন।
নোবেল প্রকাশ্যে ফেসবুকে লেখেন ''হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং
আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন''। নোবেলের এই দাবিকে সত্যি নয় বলে দাবি করেন তাঁর
স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। তিনি তাঁর বক্তব্য ফেসবুকে লেখেন, ''আমি খুবই লজ্জিত
এবং আমার জানা নেই কেন বলা হয়েছে যে হয়তো আমি প্রেগন্যান্ট, ইভেন এ ব্যাপারে আমি নোবেলের
সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে করেনি। আমি প্রেগন্যান্ট নই এবং এ মিথ্যাচারের
ঘটনায় আমি লজ্জিত''।
আর তারপরই মেহরুবা সালসাবিল মাহমুদের বিরুদ্ধে গর্ভস্থ সন্তানকে খুনের অভিযোগ
এনেছেন গায়ক নোবেল। শুক্রবার আরও একটি লেখা ফেসবুকে পোস্ট করেন নোবেল। সেখানে তিনি
লেখেন, ''মাতৃত্ব কেবল মাত্র একজন নারীর জন্যই পবিত্র কিংবা সম্মানের বিষয় নয়। একজন
পুরুষের জন্যেও অত্যন্ত আনন্দের এবং খুব গর্বের একটি বিষয়। এগুলো নিয়ে কেউ মিথ্যাচার
করেনা। একটি শিশুকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেন মা। কিন্তু শিশুর পিতা কিন্তু সেই
মা-কে ১০ মাস বুকে আগলে রাখে।''
নোবেল আরও লেখেন,'' আমার স্ত্রী, সালসাবিল তাঁর অন্তসত্যা হবার লক্ষণগুলো
আমার সাথে শেয়ার করেন এবং তার ফলশ্রুতিতে আমি এক্সাইটেড হয়ে স্টেটাসটি গণমাধ্যমে প্রকাশ
করি। সম্ভব্য পিতা হিসেবে বিষয়টা কি স্বাভাবিক নয়? আপনি বাবা হবার ইঙ্গিত পেলে নিজে
কি করতেন বলুন? আমি মাত্র ২৩ বছর বয়সে বাবা হবার খুশি ধরে রাখতে পারিনি।''