পুজো আর হাতেগোনা কয়েকদিন বাকি। তাই কেনাকাটাও
প্রায় শেষের পথে। এ’বছরের পুজোর ট্রেন্ড কিন্তু চোখে পড়ার মতো।
সারা বছর একঘেয়ে জিন্স, টি-শার্ট পড়লেও
পুজোর ক’দিন প্রত্যেক বাঙালিই চান নিজেকে সুন্দর করে সাজাতে। নিজেকে আকর্ষনীয়
করে তুলতে প্রয়োজন কিছু ট্রেন্ডি পোশাক। তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এবারে
পুজোর নতুন ট্রেন্ড।
মহিলাদের জন্য এবছরের ট্রেন্ড হতে পারে বেলবটম।
না না, অক্ষয় কুমারের সিনেমা নয়,
সাতের-আটের দশকের বেলবটম প্যান্টের কথা নিশ্চয়ই শুনেছেন। সেই সময়ের
মতো এখনও কিন্তু এই পোশাকের জনপ্রিয়তা রয়েছে। অমিতাভ,মিঠুন, শ্রীদেবীর
মতো অনেকেই এই প্যান্ট পড়েছেন। ওপর থেকে নীচ পর্যন্ত ঢাকা এই পোশাকের কোমড় থেকে
থাই পর্যন্ত চাপা এবং পায়ের দিকটা ঢলা প্রকিতির। তাই নিজেকে রেট্রো লুকে
স্টাইলিস্ট দেখাতে পছন্দের তালিকায় রাখতেই পারেন এই পোশাক। সঙ্গে পড়তে পারেন কোনও
স্টাইলিস জুয়েলারি।
আরও পড়ুন: ফ্যাশনের নয়া চমক এবার শাড়িতেই বানান পকেট
আরও পড়ুন: পুজোর সময়ে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন এই প্রতিবেশী দেশ থেকে
এরপর আপনার পোশাকের তালিকায় থাকতে পারে ওয়ান
টোন্ড স্কার্ট। যাঁরা ওয়েস্টার্ন জামাকাপড় পরতে স্বাচ্ছন্দ বোধ করেন তাঁদের জন্য
এই স্কার্টটি আদর্শ। এই স্কার্টটি আপনাকে একটি মডার্ন ‘কুল’ লুক
দেবে। এর সঙ্গে যদি কোনও হাইনেক টপ পরেন আর তার সঙ্গে থাকে কোনও stone
embedded stylish long earring তাহলে আপনার লুকস একেবারে জমে ক্ষীর।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব শাড়ি ছাড়া জমে না। অষ্টমীতে যাঁরা শাড়ি পরতে চান তাঁরা ট্রাই
করতে পারেন ফ্লোরাল অরগ্যানজা। শাড়িটি হাল্কা এবং স্বচ্ছ। শাড়িতেও আপনাকে লাগবে,
অত্যন্ত স্টাইলিস। শাড়ির সঙ্গে
পরতে পারেন মানানসই গয়না । এছাড়াও
ট্রেন্ডে রয়েছে সিকুন ও এমব্রয়েডারি নেটের শাড়ি।
পুরুষদের
ক্ষেত্রে এবারের ট্রেন্ড হতে পারে আজরক প্রিন্ট শার্ট। এমনিতে ছেলেদের
পোশাকের ক্ষেত্রে বিভিন্নতা খুঁজে পাওয়া
মুশকিল। সেক্ষেত্রে একবার ট্রাই করে দেখতে পারেন আজরক প্রিন্ট শার্ট। প্রিন্টেড এই
শার্ট আপনাকে করে তুলবে ভীষন ট্রেন্ডি। নিজেকে
ব্যতিক্রমি সাজিয়ে তুলতে ট্রাই করুন এটি।
অষ্টমীতে সাবেকিয়ানা বজায় রেখেই নিজেকে মডার্ন
লুক দিতে ট্রাই করতে পারেন প্রিন্টেড পাঞ্জাবি। বিভিন্ন রকমের প্রিন্টের মধ্যে
পেয়ে যাবেন এই পাঞ্জাবি। সঙ্গী হতে পারে রেডিমেড ডিজাইনার ধুতি। এথনিক ও ইউনিক এই
দুই লুকই দিতে পারে আপনাকে এই কম্বো।