করোনার আবহে ব্যবসা প্রায় লাটে উঠেছে। অর্থনীতিতে পড়েছে
করোনার কালো ছায়া। কর্মহীন হয়েছেন বহু সানুষ। টান পড়েছে রুজিরুটিতে। তাই এতদিন
জামাকাপড়ের বিক্রিবাটাও হয়নি সেভাবে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
তবে এখন দ্বিতীয় ঢেউর ধাক্কা সামলে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
আরও পড়ুন: দামে সস্তা, তাই ভিড় জমছে পাইকারিতে
আরও পড়ুন: ব্রাত্য দেবী দুর্গা, নায়ক আজও মহিষ রাজাই
পয়লা বৈশাখ, দুর্গাপুজো- এ সময়গুলোই
হল কেনাকাটার পিক সিশেন। কিন্তু পয়লা বৈশাখে ব্যবসায়ীদের বিক্রিবাটা সেভাবে হয়নি।
তবে বর্তমানে ছন্দে ফিরছে কাপড়ের বাজার। লোকাল ট্রেন সেভাবে না চললেও পুজোর মরসুমে
ক্রেতাদের ভালই আনাগোনা শুরু হয়েছে দোকান-বাজারে। তাই বহু ব্যাবসায়ী আশা রাখছেন
পুজোর বাজারে ক্ষতির ধাক্কা অনেকটেই সামলে ওঠতে পাড়বেন তারা।
আশার মধ্যেও মূল্যবৃদ্ধির সিঁদুরে মেঘ উঁকি দিচ্ছে
ব্যবসায়ী মহলে। সুতোর দাম বাড়ায় তার প্রভাব পড়েছে রেডিমেড পোশাকে। অনেকটাই দাম
বেড়েছে ট্রেন্ডি জামাকাপড়ের। তাই ক্যাজুয়াল পোশাকের উপরই বেশি ঝুঁকছেন ক্রেতামহল।