আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন পিতৃপক্ষের
অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। মহালয়ার দিন নদীতে স্নান করে তর্পণ করে পিতৃপুরুষের
উদ্দেশে জলদান করার প্রথা প্রচলিত। তার আগে ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ।
এই পিতৃপক্ষ চলাকালীনও বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত, এমনই মত শাস্ত্রের। দেখে নিন কী
কী নিয়ম মেনে চলবেন-
আরও পড়ুন: Mahalaya 2022: মহালয়া দেবীপক্ষের সূচনাকাল, এইদিন এই কাজগুলি করবেন না, ঘটতে পারে অঘটন
আরও পড়ুন: Padma EKadashi: আজ পদ্ম একাদশী, শ্রী বিষ্ণুর আশির্বাদ পেতে এই কাজগুলি করুন
- পিতৃপক্ষের সময় কাউকে কিছু দান করা খুবই শুভ।
ফলে এই সময় যদি কাউকে খাবার করেন, বা আপনার দরদার সামনে কোনও ভিক্ষুক আসেন তাহলে তাঁকে
ফেরাবেন না। এই সময় দান খুবই ভালো উপায়।
- এই সময় পূর্ব পুরুষের উদ্দেশে কোনও খাবার
উৎসর্গ করলে তা পরে কাক, গরু কুকুরকে খাইয়ে দেওয়ার রীতি প্রচলিত।
- খেয়াল রাখতে হবে, এই সময় পিতৃপুরুষের উদ্দেশে
দেওয়া বাসনপত্র যেন লোহার না হয়। এতে গৃহস্থে অকল্যাণ হয়। শাস্ত্র মতে, কাঁসা বা পিতলের
পাত্রে পিতৃপুরুষেদর উদ্দেশে খাবার প্রদান করাই শ্রেয়।
- অনেকেই বলেন, পিতৃপক্ষের সময় তুলসী পাতা না
খাওয়া উচিত। অনেকেই এই সময় তেল, সাবান ব্যবহার করেন না। মহালয়ায় নদীতে স্নান করে তারপর
এই সমস্ত জিনিস ব্যবহারে বিশ্বাস রাখেন অনেকেই।
- বলা হয় পিতৃপক্ষে কোনও শুভ কাজ করতে নেই।
অন্নপ্রাশন, উপনয়ন, বিয়ে, পৈতে সমস্ত দিক থেকেই এই সময়টি মোটেও ভালো নয়। ফলে এই সময়
কোনও শুভ কাজ করা হয় না।।
- এই সময়কালে ব্রাহ্মণ ভোজন খুব শুভ।