পিতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার পুণ্য তিথিতে এই
পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হবে দেবীপক্ষ। তবে পিতৃপক্ষের ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ বলে
মনে করা হয়। বিশ্বাস করা হয়, যদি আমাদের পূর্বপুরুষরা খুশি থাকে তাহলে আমরা আমাদের
জীবনের অনেক বাধাই খুব সহজে অতিক্রম করতে পারি। তাই পিতৃপুরুষদের সন্তুষ্ট করতে কিছু
জিনিস দান করা খুব শুভ বলে বিবেচ্য হয়। এতে সংসারেও সুখ আসে। দেখে নিন এদিন কী কী দান
করবেন-
আরও পড়ুন: Durga Puja 2022: এক নজরে দেখে নেওয়া যাক কোন ছয় নির্দেশিকা মেনে দেওয়া হবে দুর্গাপুজোর অনুদান
আরও পড়ুন: কাটবে সব সঙ্কট, বজরংবলিকে সন্তুষ্ট করতে প্রতি মঙ্গলবার করুন এই কাজগুলি
সমস্ত দানের মধ্যে গরু দানকে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। বিশ্বাস
করা হয়, এই সময় যদি গরু দান করা হয় তাহলে সুখ এবং সম্পদ পাওয়া যায়।
মহাভারত অনুসারে শ্রাদ্ধপক্ষের সময় গুড় দান করা উচিৎ। এতে পিতৃ পুরুষের
আশীর্বাদে দারিদ্রতা নাশ হয় বলে বিশ্বাস করা হয়ে থাকে।
শ্রাদ্ধপক্ষে যদি গরুর ঘি দান করা হয় তাহলে বিশ্বাস করা হয় সুখ সমৃদ্ধি
বাড়ে।
স্বার্থপক্ষে সময় অনেকের চাল এবং গম দান করে। বিশ্বাস করা হয় যে চাল এবং
কম দান করলে সমস্ত কাজে সাফল্য পাওয়া যায়।
স্বার্থপক্ষে তিল দান করার বিশেষ গুরুত্ব আছে। কারণ শ্রাদ্ধের সময় কিন্তু
কালো তিল দান করলে পিতৃ দোষ দূর হয়।
অনেকে পিতৃপক্ষকে স্বর্ণ দান করে। স্বর্ণ দান করলে পরিমাণে সমস্ত কলহ ক্লেশ
মিটে যায়।