শীতকাল মানেই
দেদার খাওয়া-দাওয়ার সঙ্গে পিকনিক লেগেই থাকে। সঙ্গে বেড়াতে যাওয়া আর মন জুড়ে
আনন্দ শুধুই আনন্দ। গত বছর করোনা ভাইরাসের দাপটে প্রায় গোটা শীতকালই মাটি হয়েছে।
কিন্তু এবছর শীতকে হাতছাড়া করা যাবে না। আরকিছু না হোক পিকনিক সেরে নিতেই হবে।
বন্ধুবান্ধব, পরিবার, অফিসে, পাড়া
প্রতিবেশী সকলকে নিয়ে পিকনিক করাই যায়। তবে বাড়ির ছাদ বা পাড়ার খেলার মাঠে তো
যেদিন খুশি পিকনিক হতে পারে। কিন্তু কলকাতার খুব কাছেই বেশ কয়েকটি চেনা অচেনা
পিকনিক স্পটের খোঁজ পেলে কিন্তু দারুণ হয়।
আরও পড়ুন: পাহাড়ি অঞ্চলে ক্যাম্পিং করতে চান? ঘুরে আসুন সাংতি ভ্যালি থেকে
আরও পড়ুন: কলকাতায় বসেই নিন ডেস্টিনেশন ওয়েডিং'র স্বাদ
বাওয়ালি
এটি একটি
জনপ্রিয় রাজবাড়ি। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে অবস্থিত এই রাজবাড়ির কলকাতা থেকে
এর দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। রাজবাড়ির ভিতরে পিকনিক বা সময় কাটানোর বিভিন্ন প্যাকেজ
আছে। এমনকি চাইলে সেখানে এক দুই রাত্রি থাকতেও পারেন। সমস্ত রকম ব্যবস্থাই আছে
সেখানে। এখানে আপনি অনায়াসেই যেতেই পারেন।
বাবুর হাট
কলকাতার খুব
কাছে অবস্থিত বাবুর হাটের জনপ্রিয়তা যত দিন যাচ্ছে ততই বাড়ছে। কলকাতা থেকে উত্তর
২৪ পরগনার বাবুর হাটের দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার। খুব বেশি হলে দুই ঘণ্টা লাগবে
সেখানে পৌঁছোতে। সবুজ ধানের খেত, পুকুর, গাছপালার
মাঝে মন শান্ত হয়ে উঠবে।
দেউলটি
দেউলটিতে রয়েছে
একটি সুন্দর খামারবাড়ি। আর সেখানেই রয়েছে পিকনিক করার যাবতীয় ব্যবস্থা। পিকনিক
স্পট থেকে কাছেই রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি।
পিয়ালি দ্বীপ
পিয়ালি নদীর
ধারে পিয়ালি দ্বীপটি বড় সুন্দর। সারাটা দিন বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গে হই হই করে দিন কাটানোর জন্য আদর্শ। পিয়ালি দ্বীপের
কাছেই আছে সুন্দরবন টাইগার ক্যাম্প।
রায়চক
রায়চকে পিকনিক
করতে গেলে গঙ্গাকে সবসময় পাশে পাবেন। ভাগীরথী-হুগলি নদীর গা ঘেঁষে থাকা রায়চক
পিকনিক ম্যানিকদের কাছে ভীষণ প্রিয় জায়গা।
yeezy
Jan 30, 2022 10:51 [IST]kyrie 6
Jan 28, 2022 07:58 [IST]yeezy 700
Jan 21, 2022 12:52 [IST]off white shoes
Jan 20, 2022 06:08 [IST]moncler
Jan 17, 2022 15:41 [IST]off white jordan 1
Jan 15, 2022 12:43 [IST]golden goose outlet
Jan 12, 2022 21:52 [IST]curry shoes
Jan 11, 2022 12:02 [IST]supreme sweatshirt
Jan 10, 2022 05:31 [IST]lebron 17 shoes
Jan 09, 2022 00:44 [IST]supreme outlet
Jan 07, 2022 17:58 [IST]