শীতকাল মানেই ঘুরতে যাওয়ার প্ল্যানন সকলেই কম-বেশি করে থাকেন। ঘুরতে যাওয়ার এক আদর্শ সময়। খুব কম খরচে যদি পারেন এই জায়গায় ঘুরে নিজের চোখকে সার্থক করে নিন। যদি পারেন ঘুরে আসতে পারেন উদয়পুরে। এই জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনাকে বিভোর করে রাখবে।
সিটি প্যালেস
সিটি প্যালেস নাম নিশ্চয়ই সকলেই শুনেছেন। ১৫৫৯ সালে মহরানা উদয় মির্জা সিং এটি তৈরি করেছিলেন। এটি উদয়পুরে অবস্থিত। আপনিও কিন্তু উদয়পুরে ঘুরতে গেলে অবশ্যই এখানে ঘুরবেন, না হলে আপনার উদয়পুর ঘোরা একেবারে বৃথা হয়ে যাবে।
লেক পিচোলা
সূর্যাস্তের সময় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে। এখান দিয়ে যখন পাখীরা উড়ে যায় তখন অসাধারণ লাগে। তা দেখে আপনার মনে হবে আপনি যেন কোনও স্বপ্ন দেখছেন। তাছাড়াও সূর্যের আলো যখন লেকের জলে পড়ে লেকের জল চকচক করে ওঠে।
লেক প্যালস
লেক প্যালেস স্থাপত্য ও ভাস্কর্যের জন্য জনপ্রিয়। তাছাড়া এই জায়গাটি খুব রোমান্টিক। এখানে গেলে আপনি বোটিং করতে পারবেন।
ফতেহ সাগর লেক এ
যদি আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে সূর্য অস্ত যাওয়ার সময় আপনি এখানে ঘুরতে আসবেন। কারণ সূর্য যখন অস্ত যায় তখন পুরো শহরের যে দৃশ্য সেটি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই দৃশ্য থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না এটা নিশ্চিত
কুম্বলগড় দুর্গ
স্থাপত্য ও বিস্ময় থেকে ভাস্কর্য যদি আপনি দেখতে চান তাহলে এই কম্বলগড় দুর্গে ঘুরে আসুন। যদি পারেন সিটি প্যালেস থেকে এটি আপনি ড্রাইভিং করে যেতে পারেন। কারণ এখানে যাওয়ার দু'ধারের রাস্তায় ফুটে রয়েছে অসংখ্য গাছ ।
কর্নি মাতার মন্দির
কর্নি মাতার মন্দির হিন্দু ধর্মে খুব জাগ্রত বলে বলে মনে করা হয়। এই মন্দিরটি উদয়পুরের মগরা পাহাড়ে অবস্থিত।
উদয়পুর সোলার অবজারভেটরি
এশিয়ার সেরা সৌর পর্যবেক্ষণ এলাকায় হল উদয়পুর সোলার অবজারভেটরি। এটি ফতেহ সাগর লেকের ওপর অবস্থিত। এই লেকের চারপাশে জল রয়েছে। যদি পারেন এখানে একবার ঘুরে যাবেন। কারণ এখানকার মনোরম শোভা অসাধারণ।
glIlmer
Mar 15, 2023 09:03 [IST]