শীতের মরশুমে প্রত্যেক মানুষই বেড়াতে
যেতে ভালবাসে। শহরের কোলাহল থেকে নিস্কৃতি পেতে প্রত্যেকেই চান এমন কোনও জায়গা
একাধারে সুন্দর ও মনোরম এবং অন্যদিকে শান্ত নিশ্চুপ। তাহলে ঘুরে আসুন মাশোর্বা
থেকে। পরিবার পরিজনদের সঙ্গে বা সোলো ট্যুরের জন্যও এই স্থানটি আদর্শ। হানিমুন
কাপেলদের জন্যও বেশ মনোরম পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামটি।
শিমলা থেকে মাত্র ১১ কিমি দূরে
অবস্থিত মাশোর্বা হিমাচলপ্রদেশের একটি ছোট্ট হ্যামলেট। ২২৪৬ মিটার উচ্চতায় অবস্থিত
এই ছোট্ট গ্রামটি পর্যটকদের জন্য খুবই মনোরম। ওক, পাইল, রেডোডেনড্রনের জঙ্গলে ঘেরা হিমালয় পর্বতের কোলে অবস্থিত এই মাশোর্বা। এই
হিল স্টেশন থেকে হিমালয়ের রোমাঞ্চকর ও নৈসর্গিক প্রাকৃতিক ও পাহাড়ি দৃশ্য চাক্ষুষ
করতে পারবেন আপনি। আরামদায়ক পরিবেশে বসন্তকালে এই পাহাড়ি এলাকার সৌন্দর্যে মুদ্ধ
হবেন আপনি। শীতে এলে পাহাড়ের কোলে বসে তুষারপাতের দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন
আপনি।
আরও পড়ুন: জেনে নিন সেরা পাঁচটি রোম্যান্টিক হানিমুন ডেস্টিনেশন
আরও পড়ুন: ট্রেকিং না জেনেও, করতে পারবেন এভারেস্ট দর্শন
হিমাচলের রাজধানীর সঙ্গে সংযুক্ত
রাস্তা হল হিন্দুস্তান-তিব্বত রোড। ১৮৫০ সালে লর্ড ডালহৌসির তৈরি এই রাস্তায় পথ
চলা শুরু করলে আপনার ব্রিটিশ ইন্ডিয়ার পুরনো সেই নিদর্শনগুলি চাক্ষুস করতে পারবেন।
এছাড়াও এখানে রয়েছে শিমলা বন
সংরক্ষণালয়। পাহাড়ি এই গভীর দেখা পেতে পাড়েন বন্য ও পাহাড়ি শিয়াল, হিমালয়ান ঈগল, বেবুন, ভল্লুকের।
এখানে গেলে বাজার রোড, অবশ্যই যাবেন। এছাড়া স্থানীয়
রেস্তোরাঁ, পোস্ট অফিস, প্রশাধনীর
দোকান সব রয়েছে।
মাশোর্বার দর্শনীয় স্থানের মধ্যে
রয়েছে,
শ্রী রাধাকৃষ্ণ মন্দির, দেবতা দুম মন্দির ও
ব্রিটিশ আমলে মাশোর্বা চার্চ। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলেও মাশোর্বা
আপনাকে নিরাশ করবে না। স্কিইং, ট্রেকিং, প্যারাগ্লাইডিংয়ের মতো নানা রোমাঞ্চের স্বাদ নিতে পারবেন আপনি।
কীভাবে যাবেন-
ট্রেন পথে মাশোর্বা যেতে চাইলে
প্রথমে পৌঁছতে হবে কালকা স্টেশনে। সেখান থেকে প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি করে পৌঁছে
যাবেন আপানার গন্তব্যে। আর যদি আকাশপথে উড়ে যেতে হলে যেতে হবে চণ্ডিগর
বিমানবন্দরে। তারপর সেখান থেকে ট্যাক্সি করে মাশোর্বা। সারা রাস্তা ড্রাইভ করে
যাওয়া সুযোগ তো রয়েছেই।
কোথায় থাকবেন-
মাশোর্বাতে আগত পর্যটকদের জন্য
হোটেলের সুব্যবস্থা রয়েছে। বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে অল্পদামেও বিভিন্ন
বিশ্রামাগার পেয়ে যাবেন। নিজের পছন্দ মত জায়গায় থাকুন। হিল ভিউ, হিল টপেও হোটেল রয়েছে। তবে যাওয়ার আগে হোটেল বুকিং করে যাওয়াই ভাল।