শহরের বুকে গুটিগুটি পায়ে নেমে
আসছে শীত। আর এই সময়টা বাঙালির কাছে বিয়ের মরশুমও বটে। অনেকেই ঠাণ্ডা আমাজেই বিয়ে
সারতে ভালবাসেন। শুধু বিয়ে করলেই তো হল না। বিয়ের পর মধুচন্দ্রিমা না করলে যেন ঠিক
ব্যাপারটা সম্পূর্ন হয় না। আর হুজ্জুকে বাঙালির কাছে ঘুরতে যাওয়ার একটা বাহানাই
যথেষ্ট। তাই আপনার বিয়ে যদি এই শীতে স্থির হয়ে থাকে, আর আপনি যদি
আপনার হানিমুন পাহাড়ের কোলে সারবেন ভাবেন তাহলে চলে যান চাইল-এ।
হিমাচল প্রদেশের একটি ছোট্ট গ্রাম
হল চাইল। সিমলা থেকে ৬৩ কিমি অবস্থিত এই গ্রাম । এখানকার পাহাড়, ঝরণা, মেঘে ঘেরা নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের প্রবল
আকর্ষণ করে। ঠাণ্ডা আবেশে একান্তে নিজের সদ্য বিবাহিত সঙ্গির সঙ্গে সময় কাটিয়ে
আপ্লুত হবেন আপনি।
আরও পড়ুন: শীতে আপনার গন্তব্য হোক পাহাড় ঘেরা কাসৌলি
আরও পড়ুন: কম খরচে পাহাড়ের কোলে মধুচন্দ্রিমা! জেনে নিন ডেস্টিনেশন
একনজরে দেখে নিন
কী কী দর্শনীয় স্থান রয়েছে চাইলে-
সাধুপুল: চাইল এবং সোলানের মধ্যে অবস্থিত এই গ্রাম
রোমান্টিক ভ্রমণের জন্য আদর্শ একটি জায়গা। গ্রামটি পাহাড়ের পাশে অবস্থিত। আশ্বিন
নদীর উপরে ছোট সেতুতে একটি দুর্দান্ত জায়গা রয়েছে। এখানে রয়েছে সাধুপুলের বিখ্যাত
রেস্তোরাঁটি। জলের উপর নির্মিত এই হোটেলটিতে
কাঠের চেয়ার এবং টেবিলগুলি সাজানো রয়েছে। আপনি যখন খাবার খাবেন,
তখন আপনার পায়ের নীচে জল বয়ে যাওয়ার অনুভূতি পাবেন।
কালী টিব্বা
মন্দিরঃ এই নির্জন
স্থানটি ভিড়ের পর্যটন স্থানগুলি থেকে দূরে শান্তিতে কিছু একাকী সময় উপভোগ করার
জন্য একটি আদর্শ জায়গা। এটি একটি কালী মন্দির। এই মন্দিরে পৌঁছানোর জন্য কিছুটা ট্রেক
করতে হবে। ঘোড়ায় পিঠে চড়েও যেতে পাড়েন এই স্থানে। এখানের ভয়ঙ্কর সুন্দর দৃশ্য
আপনার মনে দাগ কেটে যাবে।
চাইল প্যালেস: চাইল
শহরের অন্যতম জনপ্রিয় একটি জায়গা হল এই চাইল প্যালেস। প্রায় ৭৫ একর এলাকা জুড়ে
বিস্তৃত সবুজ এবং মনোরম ল্যান্ডস্কেপের মধ্যে অবস্থিত এই হেরিটেজ হোটেলটি পরিবার
এবং হানিমুন করতে আসা যুগলদের জন্য একটি স্বপ্নময় স্থান। চেইল প্যালেস হোটেলের
রাজকীয় অনুভূতি এমন তা অবর্ণনীয়। তবে এখানে থাকার বুকিং অবশ্যই আগে থেকে আপনাকে
করে রাখতে হবে।
চাইল
ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি:
হিমাচল প্রদেশের এই অভয়ারণ্যটিতে বিভিন্ন ধরণের উদ্ভিদ এবং প্রাণীর
আবাসস্থল। পক্ষী ও প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ জায়গা এটি। কিছু জনপ্রিয়
প্রজাতির প্রাণী দেখতে পাবেন, তারমধ্যে হিমালয়ের কালো ভাল্লুক,
বন্য শুয়োর, ইউরোপীয় লাল হরিণ, দাগযুক্ত হরিণ, সাম্বার, গরল,
ভারতীয় সজারু, উড়ন্ত কাঠবিড়ালি এবং আরও
অনেক কিছু।
হিমালয়ান নেচার
পার্ক: এই পার্কটি চেইলের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। প্রায়
১৪০ প্রজাতিতে সমৃদ্ধ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল এই উদ্যান। এখানে দেখা যায় এমন
কিছু সাধারণ বন্যপ্রাণী প্রজাতি হল স্নো চিতাবাঘ, ইয়াক, সাম্বার, বাদামী ভালুক, হিমালয়
থর এবং বার্কিং ডিয়ার। এখানেও আপনি ঘোড়ায় চড়ার সুযোগ পাবেন।
কীভাবে যাবেন-
ট্রেনপথে চাইল যেতে হলে আপনাকে
আগে আসতে হবে কালকা স্টেশনে। তারপর এখান থেকে বাস বা গাড়িতে করে পৌঁছে যেতে পারবেন
আপনার গন্তব্যে।
আর যারা আকাশ পথে আসবার কথা
ভাবছেন,
প্রথমে আসুন চণ্ডীগর বিমান বন্দর। তারপর সেখান থেকে স্থানীয় গাড়ি বা
ট্যাক্সি নিয়ে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন হিমাচলের কোলে চাইল-এ।