ঘুরতে যেতে সকলে ভালবাসলেও অনেক সময়ে সোলো ট্রিপ করতে পিছু পা হন অনেকেই। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাম বেশি হতে দেখা যায়। আবার সেটা যদি হয় বিদেশ তাহলে তো কোনও কথাই নেই। পরিবার বা বন্ধুদের সঙ্গে দলবেঁধে ঘুরতে যাওয়াটাই দস্তুর ছিল। কিন্তু এখন সময় বদলেছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তা কতটা নিরাপদ, বা একা কোথাও ঘুরতে গেলে কোন কোন বিষয়ে পারদর্শী হওয়া জরুরি— সেই সব কিছু আগে থেকে জেনে রাখাই ভাল।
একা ঘুরতে যাওয়ার শখ পূরণ করতে কোন কোন বিষয়ে একটু সচেতন হওয়া জরুরি?
১) যতটা সম্ভব কম জিনিস নেওয়া
ঘুরতে গিয়ে নানা রকম পোশাক পরে, মানানসই সাজগোজ করে ছবি তো তুলবেন। কিন্তু তার জন্য একগাদা জিনিস ব্যাগে পুরে নিলে বইতে হবে আপনাকেই। পাহাড়ে গেলে ওই ভারী ব্যাগ কাঁধে উঠতে বা নামতে কষ্ট হতে পারে। ট্রলি বা স্যুটকেস না নিয়ে, দু’কাঁধে নেওয়া যায় এমন ব্যাগ নিলেই ভাল।
২) আশপাশ সম্পর্কে সচেতন থাকুন
ট্রেনে যাতাযাতের সময় নিজের জিনিসপত্র রেখে অন্য কোথাও যাবেন না। শৌচাগারে গেলেও টাকার ব্যাগ বা গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখার চেষ্টা করুন।
৩) একটু খোঁজখবর নিন
দেশে হোক বা বিদেশে, যেখানেই ঘুরতে যান না কেন সেই জায়গা সম্পর্কে একটু পড়াশোনা করে তবেই ঘুরতে যান।
৪) নথিপত্রের ফোটোকপি করে রাখুন
বাইরে ঘুরতে গেলে নিজের আসল পরিচয়পত্র তো সঙ্গে রাখতেই হবে।
Soigiougs
Feb 22, 2023 21:04 [IST]