ইউএস ওপেনকে বিদায় জানালেন ড্যানিল মেদভেদেব।
শেষ ষোলোর লড়াইয়ে নিক কিরগিয়োসের মুখোমুখি হয়েছিলেন রুশ টেনিস তারকা। এই ম্যাচে দুরন্ত
পারফরম্যান্স করেন নিক। পাশাপাশি হারিয়ে দেন মেদভেদেবকে। এই সুবাদে কোয়ার্টার ফাইনালে
পৌঁছে গেলেন নিক।
গত রবিবার শেষ ষোলোর এই ম্যাচটির শেষ দিকে
মেদভেদেবকে রীতিমতো দমিয়ে রাখতে দেখা গেল নিককে। এই দিন ৭-৬(১১), ৩-৬, ৬-৩ এবং ৬-২
পয়েন্টের ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই রুশ তারকাকে চ্যালেঞ্জের মুখে ফেলছিলেন নিক।
একের পর এক জোরালো সার্ভিস ব্রেক করে দিচ্ছিলেন তিনি। যা রীতিমতো অস্বস্তিতে ফেলে মেদভেদেবকে।
তবে শেষের দিকে দূরন্ত কামব্যাক করেন নিক। তৃতীয় এবং চতুর্থ সেটে নিকের আক্রমনের সামনে
মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাননি মেদভেদেব। পরাস্ত হতে হয় তাঁকে। এই সুবাদে কোয়ার্টার
ফাইনালে পৌঁছে গেলেন নিক।
আরও পড়ুন: World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য শক্তিশালী দল গড়ল ভারত, আপনার পছন্দের তারকারা রয়েছেন কি না দেখে নিন
আরও পড়ুন: Japan Open 2022: জাপান ওপেনের প্রথম রাউন্ডেই হোঁচট খেলেন লক্ষ্য এবং সাইনা, পরবর্তী রাউন্ডে পৌঁছালেন কাদম্বি
এই দিন মেদভেদেবকে হারিয়ে খুশি নিক। ম্যাচের
শেষে তিনি বলেন, “শেষ পর্যন্ত আমার প্রতিভা দেখাতে পেরে খুব খুশি। আমি ভাল টেনিস খেলছিলাম
না। ভাল টেনিস খেলতে আমার ২৭ বছর সময় লাগল। আমি সবার উপরে যেতে চাই। আশা করছি সেটা
করতে পারব।” বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা মেদভেদেব। তবে এই দিন নিক তাঁকে
হারানোর ফলে এক নম্বর স্থান খোয়াতে পারেন রুশ টেনিস খেলোয়াড়। তাঁর জায়গায় কে বসবেন
সেটা এখনও পর্যন্ত জানায়নি এটিপি।
endulky
Jun 06, 2023 15:04 [IST]Bloohopsy
Jun 02, 2023 13:00 [IST]endulky
May 30, 2023 10:14 [IST]evituisse
Apr 30, 2023 14:07 [IST]Soigiougs
Mar 06, 2023 18:17 [IST]