কিছু দিন আগেই বুট জোড়া তুলে রাখলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন
না প্রাক্তন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েস্ট
হ্যাম, জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটির প্রাক্তন এই স্ট্রাইকারকে এবার আর্জেন্টিনার
ক্লাব রোজারিও সেন্ট্রালের কোচের ভূমিকায় দেখা যাবে।
৩৮ বছর বয়সী তেভেজের কোচিংয়ের বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও খেলোয়াড় হিসেবে
বহু যুদ্ধের নায়ক তিনি। তবে সেই বিষয়ে তিনি ভাবতে নাজারা আর্জেন্টিনার প্রাক্তনী। আপাতত
তিনি এক বছরের চুক্তিতে আর্জেন্টিনার এই প্রিমিয়ার ডিভিশন ক্লাবের কোচের কাজে মনোনিবেশ
করতে চান। এই মুহূর্তে রোজারিও সেন্ট্রাল ৪ ম্যাচে একটি জয় একটি ড্র ও ২টি হারের সুবাদে
লিগ টেবলের ২৩ নম্বরে রয়েছে। তেভেজ আসায় লিগ টেবলের কতটা ওপরে উঠে আসতে পারে এখন সেটাই
দেখার।
আরও পড়ুন: ATKMB: তিন বছরের চুক্তিতে চেন্নাইয় এফসি থেকে বিশাল কাইথকে দলে নিল এটিকে মোহনবাগান
আরও পড়ুন: ATKMB: সব জল্পনার অবসান ঘটিয়ে তিরির পরিবর্ত হিসেবে হ্যামিলকে দলে নিল মোহনবাগান
খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার হয়ে ২০০৪ অলিম্পিকে সোনা জিতেছিলেন তেভেজ।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৬টি ম্যাচ। খেলছেন দুটি বিশ্বকাপেও। ২০০৫ সালে
বোকা জুনিয়র্স ছেড়ে ব্রাজিলের করিন্থিয়াসে সই করেন তিনি। এরপর ২০০৬ সালে ওয়েস্টহ্যামে
এক বছর খেলার পর যান ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি খেলেন কিংবদন্তি কোচ স্যার
অ্যালেক্স ফার্গুসনের অধীনে। ম্যানইউতে এসেই পরিচিতি পান তেভেজ। ম্যানইউয়ের জার্সিতে
২টি প্রিমিয়ার লিগ ও ১টি চ্যাম্পিয়নস লিগ জেতেন তেভেজ। এরপর সবাইকে চমকে দিয়ে ২০১৭
সালে সিটিতে পাড়ি জমান তিনি। সিটির জার্সিতে মোট ১১৩ ম্যাচে ৫৮ গোল করেন তিনি। জিতেছিলেন
১টি করে প্রিমিয়ার লিগ ও ১টি এফএ কাপ। এরপর ২০১৩ সালে সিটি ছেড়ে দুই বছরের জন্য ইতালির
বিখ্যাত ক্লাব জুভেন্টাসেও কাটান তেভেজ। ২০১৫ সালে ফেরেন আর্জেন্টিনায়, ফের খেলা শুরু
করেন বোকা জুনিয়র্সের হয়ে। সব মিলিয়ে ৩ বার এই ক্লাবের জার্সিতে তার গোল সংখ্যা ৯৪টি।
তবে এর মাঝে আবার ২০১৭ সালে চাইনিজ ক্লাব সাংহাই শেনহুয়ায় খেলে আসেন তিনি। ২০২১ সাল
বোকার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন ছিলেন তিনি। এরপর তার বাবা মারা যাওয়ায়
পুরোপুরি ভেঙে পড়েন এবং অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন তেভেজ।