কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে স্প্যানিশ
সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। খেলার
ফলাফল হয় ২-০। রিয়ালের হয়ে একটি করে গোল করেন করিম বেঞ্জিমা ও লুকা মদ্রিচ।
এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায়
রাখে রিয়াল। ম্যাচের ১৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে ফরাসি তারকা বেঞ্জিমার
শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ম্যাচের ৩৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রড্রিগো
মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি-বক্সে পাস দেন মদ্রিচকে। বক্সের মধ্যে বল পেয়ে দুর্দান্ত
এক শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। প্রথমার্ধের শেষে ১-০
ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বেঞ্জিমা-মদ্রিচ'রা।
আরও পড়ুনঃ Lionel Messi: পরিবারের চাপে বার্সায় ফিরতে পারেন মেসি
আরও পড়ুনঃ ISL: ক্লিভলির পরিবর্ত হিসেবে লাল হলুদের গোলরক্ষক কোচ হলেন মিহির সাওয়ান্ত
ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে চাপ বজায়
রাখে রিয়াল। ফলস্বরুপ ম্যাচের ৫২ মিনিটে বেঞ্জিমার শট বিলবাও রক্ষণভাগের খেলোয়াড়ের
হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করতে
ভুল করেননি সদ্য রিয়াল জার্সিতে ৩০০ গোল করা বেঞ্জিমা। শেষদিকে সমতায় ফিরতে লড়াই করলেও
রিয়ালের রক্ষণ ভেদ করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৮৬ মিনিটে অবশ্য গার্সিয়ার
হেড বক্সের ভেতর মিলিটাওয়ের হাতে লাগলে বিলবাওকে পেনাল্টি দেওয়ার পাশাপাশি রেড কার্ড
দেখান রেফারি। তবে পেনাল্টি থেকে ব্যবধান কমাতে পারেনি বিলবাও। গার্সিয়ার শট রুখে দেন
রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচের শেষদিকে এসে কয়েকটি আক্রমণ করলেও আর গোলের দেখা
পায়নি বিলবাও। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল হয় ২-০।
এই কাপ জয়ের সঙ্গে সঙ্গে মরসুমের প্রথম
ট্রফি ঘরে তুলল কার্লো আনচেলত্তির শিষ্যরা। পাশাপাশি ১৩ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল।