শিমলার ছেলের হাতে ভর করেই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান। শুধুমাত্র নক আউট রাউন্ডেই নয়, সেমি ফাইনালেও তে'কাঠির নিচে যে ভাবে দাঁড়িয়েছিলেন বিশাল কাইথ। তাতে বিপক্ষের ফুটবলাররা বক্সের ভিতর ঢুকে খেই হারিয়ে ফেলছিলেন। শনিবার আইএসএল ফাইনালে 'গুরু'র সামনে নিজেকে নিংড়ে দিলেন বিশাল। তাঁর শক্তিশালী হাতে ভর করেই আইএসএল চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন।
গুরপ্রীত সিং সান্ধুকে (Gurpreet Singh Sandhu) আইডল হিসাবে মানেন বিশাল। শনিবার মান্ডবির তীরে বেশ কিছু দৈরথ ধরা পড়ল ক্যামেরায়। দল ছেড়ে দেওয়ার পর প্রবীর, রয় কৃষ্ণ, সন্দ্বীপ ঝিঙ্গন'দের লড়াই দেখা গেল। এদিকে দিমিত্রি পেত্রাতোস, স্লাভকো, গালেগো'রা প্রথমবার এটিকেএমবি'র হয়ে আইএসএল ফাইনাল খেললেন, তাঁরাও এই দিন নিজেদের সেরাটা দিলেন। কিন্তু সবুজ মেরুন তে'কাঠির নিচে দাঁড়িয়ে এক অন্য পরীক্ষা দিতে হল বিশাল'কে। শুধু পরীক্ষা নয়, যেন অগ্নিপরীক্ষা! যাকে এতদিন আদর্শ হিসাবে মেনে এসেছেন, তাঁরই বিরুদ্ধে নিজেকে প্রমাণ করাই ছিল বিশালের কাছে বড় চ্যালেঞ্জ। আর শনিবার সেটাই ভাল ভাবে করে দেখালেন সবুজ মেরুন গোলরক্ষক।
শুধু পারফরম্যান্স নয়, সার্বিক দিক থেকেই এ দিন বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত'কে টপকে গেলেন বিশাল। বেঙ্গালুরুর বিরুদ্ধে বেশ কয়েকটি ভাল সেভ দিলেন তিনি। অন্যদিকে কিছুটা হলেও আত্মবিশ্বাসের অভাব দেখা গিয়েছে গুরপ্রীতের। ম্যাচের শেষের দিকে দিমিত্রির শট সেভ দিতে গোল খাইয়ে দিচ্ছিলেন ভারতীয় দলের গোলরক্ষক। কর্নারের সময় বেশ কয়েকবার ভাল আউটিং করতে দেখা গেল শিমলার ছেলেটিকে। অন্যদিকে ফাইনালের প্রত্যেকটি কর্নারেই সবুজ মেরুন ফুটবলাররা কোনও না কোনও ভাবে গোলকিপারের হাতে বল যাওয়ার আগে মাথা ঠেকিয়েছেন। তবে একটি বিষয়ে গুরপ্রীতকে টপকে যেতে পারেননি বিশাল। বেঙ্গালুরু গোলরক্ষক এই টুর্নামেন্টে দুইবার গোল্ডেন গ্লাভ জিতেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিশালের ঝুলিতে রয়েছে একটি খেতাব। অর্থাৎ এদিন আইএসএল ফাইনালে গুরু'র সামনে অগ্নিপরীক্ষায় পাস করলেন বিশাল, তা বলাই যায়।