আচমকাই ভারতীয় টেস্ট দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা
দিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। তাঁর এই হঠাৎ সরে যাওয়ায় অবাক
ভারতের ক্রীড়ামহল। নতুন অধিনায়ক কাকে করা হবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে
আলোচনা। এরই মধ্যে নেতৃত্ব প্রসঙ্গে মুখ খুললেন জসপ্রীত বুমরাহ।
ভারতীয় দলের সহ অধিনায়ক জানিয়েছেন, ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে তা তাঁর কাছে গর্বের হবে। এই পেসার
বলেছেন, “আমাকে সুযোগ দেওয়া হলে তা আমার কাছে গর্বের হবে।
আমার মনে হয় না কোনও ক্রিকেটার এই দায়িত্ব পেলে না করবে, আমিও
ব্যতিক্রম নই।”
আরও পড়ুন: বিরাটকে নিজের ইগো ছেড়ে তরুণ ক্রিকেটারের অধীনেই খেলতে হবে
আরও পড়ুন: অজি বোলারদের দাপটে সিরিজের শেষ টেস্টেও বিধ্বস্ত ইংল্যান্ড, বিফলে গেল মার্ক উডের লড়াই
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের সহ-অধিনায়ক
নির্বাচিত হওয়ায় বুমরার আরও সংযোজন, “যে কোনও লিডারশিপ
গ্রুপকেই আমি যে ভাবে পারি নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য করার চেষ্টা করব।”
দলের সহ অধিনায়ক হলেও তাঁর ভূমিকায় কোনও পরিবর্তন এসেছে
এমনটা মনে করেন না বুমরাহ। তিনি বলেছেন, “আমার আগেও যে ভূমিকা
ছিল এখনও তাই রয়েছে। কোনও পরিবর্তন হয়নি। আগে আমায় নিজের কাজটা করতে হবে। তাই নয়
কি? যতটা বেশি সম্ভব নিজের অবদান রাখার চেষ্টা করব এবং তার
পর লোকেশ’কে সাহায্য করব যদি ওর প্রয়োজন পড়ে। যখন সহ-অধিনায়ক
ছিলাম না তখনও তরুণ ছেলেদের সঙ্গে কী ধরনের ফিল্ড সেট করলে ঠিক হবে তা নিয়ে আলোচনা
করতাম, এখনও সেই কাজটাই করব। কোনও বিশেষ দায়িত্ব বা চাপ আমি
নিচ্ছি না। হ্যাঁ, রাহুলকে যে ভাবে সম্ভব সাহায্য করব এবং
মাথা ঠান্ডা রাখার চেষ্টা করব।”