আগামী ২১ মার্চ থেকে কল্যাণীতে শুরু হতে চলেছে কেপিএল। যার পোষাকি নাম কল্যাণী প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার কলকাতার রেফারি তাঁবুতে আনুষ্ঠানিক ঘোষণা হয় এই প্রতিযোগিতার। দশ দলীয় এই টুর্নামেন্ট আয়োজনে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আইএফএ। সবকটি দলই স্থানীয় অর্থাৎ কল্যাণীর। কল্যাণী স্টেডিয়াম সহ মোট নয়টি স্টেডিয়ামে আয়োজিত হবে প্রতিযোগিতার ২৫টি ম্যাচ। ফাইনাল ১১ এপ্রিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, কল্যাণী স্টেডিয়ামের কর্ণধার নীলিমেষ রায়চৌধুরি প্রমুখ। প্রতিযোগিতার সাফ্যলের বিষয়ে যথেষ্ট আশাবাদী কেপিএলের আয়োজকরা।