নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বপ্ন দেখতেন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে ভারত। নেতাজির সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার ডাক দিলেন RSS প্রধান মোহন ভগবত। কলকাতায় শহিদ মিনারে একটি সভা থেকে এই ডাক দিলেন আরএসএস-এর প্রধান। নেতাজির জন্মজয়ন্তীতে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। সেই পরাক্রম দিবসেরই এক অনুষ্ঠান পালিত হয় শহিদ মিনারে।
বর্তমানে পাঁচ দিনের সফরে কলকাতায় এসেছেন মোহন ভগবত। শহিদ মিনারের সভা থেকে তিনি বলেন, "ভারতকে মহান করার যে স্বপ্ন নেতাজি দেখতেন তা অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তাঁর এই স্বপ্নকে আমাদের বাস্তবের রূপ দিতে হবে কঠিন পরিশ্রম করে। আমরা নেতাজিক স্বাধীনতার নেপথ্যে থাকা তাঁর অমূল্য অবদানের জন্য কৃতজ্ঞতা থেকেই স্মরণ করি না, আমরা তাঁর মধ্যে থাকা গুণগুলো এবং আদর্শ নিজেদের মধ্যে নিয়ে আসতে চাই। সুভাষ বাবু (নেতাজি) প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সত্যাগ্রহ এবং আন্দোলনের পথে হেঁটেছিলেন কিন্তু যখন তিনি বুঝতে পারেন এটাই যথেষ্ট নয় এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রয়োজন তখন তিনি সেই পথে হাঁটেন। রাস্তা অন্য ছিল কিন্তু লক্ষ্য ছিল একটাই। আমাদের সামনে সভাষ বাবুর আদর্শ রয়েছে যা আমাদের অনুসরন করা প্রয়োজন। তাঁর যা লক্ষ্য ছিল আমাদের লক্ষ্যই সেই একই। নেতাজি বলেছিলেন ভারত এই বিশ্বের একটা ছোট সংস্করণ এবং ভারতকেই সারা বিশ্বকে স্বস্তি দিতে হবে।"
এ দিন নেতাজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "ঐপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন সুভাষচন্দ্র বোস। প্রধানমন্ত্রী বলেন, নেতাজির চিন্তাধারায় প্রভাবিত হয়ে ভারতের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য কাজ করছে সরকার।"
Bloohopsy
Jun 07, 2023 23:07 [IST]endulky
Jun 06, 2023 02:27 [IST]Bloohopsy
May 31, 2023 20:41 [IST]endulky
May 29, 2023 19:27 [IST]Bloohopsy
May 26, 2023 21:41 [IST]Gyncthync
May 26, 2023 19:33 [IST]evituisse
Apr 29, 2023 07:04 [IST]evituisse
Apr 23, 2023 19:41 [IST]thapsit
Apr 22, 2023 18:11 [IST]Soigiougs
Mar 04, 2023 23:09 [IST]Soigiougs
Feb 24, 2023 09:25 [IST]Pealock
Feb 06, 2023 16:43 [IST]