মানব দেহে পঞ্চইন্দ্রিয়’র মধ্যে একটি হল
কান। আমাদের শরীরের এক অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। কানকে বলা হয় শ্রবণযন্ত্র। এই
শ্রবণযন্ত্রটি নিয়ে অনেক সময়তেই বিপাকে পড়তে হয়। স্নানের সময় জল ঢুকে যাওয়া তো
বটেই, তাছাড়াও কান চুলকাতে গিয়ে অসাবধানতা বশতঃ বাডসের তুলোর
অংশ ঢুকে যাওয়া, ছোট পুঁতি, ফলের বীজ,
ছোট কাঠি ভেঙে ঢুকে যাওয়া লেগেই থাকে। অনেক সময় ছোট পোকামাকড়ও ঢুকে
যায়। এক্ষেত্রে সবার আগে কী করা উচিৎ জেনে রাখুন।
প্রথমেই বেশি খোঁচাখুঁচি করবেন না। প্রয়োজন পড়লে অবশ্যই
চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে তার আগে নিজে কয়েকটি কাজ সেরে রাখুন। কানে আসলে কী
ঢুকেছে সেটা ভাল করে দেখুন। পোকা মাকড় ঢুকলে ভেতরে গিয়ে ফড়ফড় করতে পারে। উচ্চ
আলোসম্পন্ন টর্চ দিয়ে ভাল করে দেখার চেষ্টা করুন। অনেক সময় আলোতে কানে ঢুকে যাওয়া
পোকামাকড় বেরিয়েও আসে।
আরও পড়ুন: করোনাকালে এই কয়েকটি আসনই বাড়াবে আপনার ইমিউনিটি!
আরও পড়ুন: করোনা আপনার শরীরে বাড়িয়ে দিচ্ছে সুগারকে! জেনে নিন
যদি বোঝেন পোকা ঢুকেছে তাহলে কয়েক ফোঁটা নারকেল তেল বা
অলিভ অয়েল ফেলে দিন। এতে ভেতরে থাকা পোকামাকড় মরে যাবে। অস্বস্তি কমবে। তারপর
চিকিৎসকের কাছে যান। বাকি কাজ তাঁরাই করবেন।
এ তো গেল পোকা মাকড়ের গল্প। ধরুন কানের ভেতরে যদি কোনওভাবে
তুলো,
ফলের দানা বা ছট কাঠি জাতীয় কিছু ঢুকে যায় তাহলে নিজেরা কিছুই করতে
যাবেন না। এগুলির কোনওটিরই কিন্তু প্রাণ নেই যে নারকেল তেলে মরবে। তাই আগ বাড়িয়ে
কোনও কিছু না করে চিকিৎসকের পরামর্শ নিন।