শীতকাল মানেই শরীর গরম রাখতে লেপ, কম্বল। এসব
না চাপালে রাতে ঘুমই হবে না। কোনও কিছু প্রতিদিন ব্যবহার করলে ময়লা হবেই। সঙ্গে দুর্গন্ধও
ছাড়বে। এক্ষেত্রেও তার অন্যথা হয়না। তাই না
কেচেও এই সমস্যা দূর করা সম্ভব।
রোদে রাখতে হবে:
রোদে রাখলেই কম্বলের যাবতীয় সমস্যা দূর হবে। সকালে ছাদে মাদুর পেতে তার
উপর বিছিয়ে দিতে হবে কম্বল। এভাবে ৫ থেকে ৬ ঘণ্টা থাকুক। রোদ পড়ে এলে তুলে নিতে হবে।
এতে দুর্গন্ধ দূর হবে। পোকামাকড় এবং হিউমাসের মতো সমস্যা থেকেও মুক্তি মিলবে।
কভার বদল:
কম্বল পরিষ্কারের আরেকটা উপায় হল কভার বদলে ফেলা। নিয়মিত এক জায়গায় থাকতে
থাকতে কভার নোংরা হয়ে যায়।
ভেজা কাপড় দিয়ে পরিষ্কার:
সুতির কাপড় হালকা ভিজিয়ে নিলেই হবে। তবে খেয়াল রাখতে হবে, ফ্যাব্রিক যেন
অতিরিক্ত ভিজে না যায়, তাহলে ফ্যাব্রিক নষ্ট হয়ে যাবে। সুতির কাপড় অল্প ভিজিয়ে শুকনো
শুকনো করে পুরো কম্বলটা মুছে নিতে হবে। তাহলেই সব ধুলো-ময়লা পরিষ্কার হয়ে যাবে।
বিছানা পরিষ্কার:
শুধু কম্বল নয়, শীতকালে বিছানাও পরিষ্কার করতে হয়। কারণ কম্বল ওখানেই রাখা
হয়। নোংরা বিছানার কারণেও কম্বল নোংরা হতে পারে।