দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার আর মাধবান। একের পর এক ছবি
উপহার দিয়েছেন সকলকে। অভিনয় করে নিজের
জায়গাটি বেশ পোক্ত করে নিয়েছেন অভিনেতা। সব ধরণের অভিনয়েতেই দক্ষ তিনি। সম্প্রতি
নিজের মনের কথা জানালেন মাধবান। কিন্তু কী বললেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সুপারস্টার জানিয়েছেন যে, তিনি সবধরণের সিনেমায় অভিনয় করতে চান। আর ঠিক হৃত্বিক রোশন যেমন অভিনেতা,
ঠিক তেমনই এক সুপারস্টার হতে চান। গ্রিক গডের মতো শারীরিক ভাবে হ্যান্ডসাম ও ফিট-ও হতে চাইছেন মাধবন। কারণ
বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের বিপরীতে হিরোর চরিত্রে অভিনয় করতে চান আর মাধবন।
আরও পড়ুন: একি! কিয়ারার যমজ বোন নাকি!
আরও পড়ুন: বিচ্ছেদের পরও একসঙ্গে আমির-কিরণ, জুটি বাঁধছেন বড়পর্দায়
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “আমি বরাবরই হৃত্বিকের প্রশংসা করি। আর ওঁকে দেখতে এখনও গ্রিক গডের মতোই।
অ্যাকশন দৃশ্যেও চমৎকার। ওঁনার অভিনয় অভিনেতাকে অনুপ্রানিত করে।” কিন্তু শুধু
চাইলেই তো তিনি আর এরকম সব ছবিতে অভিনয় করতে পারেন না। ক্যাটরিনার বিপরীতে অভিনয়
করতে হলে তাঁকে হৃত্বিকের মতো ফিট হতে হবে। পাশাপাশি মাধবন এও জানান যে, তিনি তাঁর আসল জায়গায় জোর দেন। পাশাপাশি মাধবন আরও জানান, ছবির স্ক্রিপ্ট, গল্প এবং তাঁর চরিত্র কতটা
গুরুত্বপূর্ণ, সেটাই তাঁর কাছে জরুরী।