শরীরে করোনা ভাইরাসের আক্রমণ
ঘটেছে কীনা তা জানার জন্য আরটিপিআর টেস্ট হচ্ছে বিশ্ব জুড়ে। আর আরটিপিসিআরের উপর
ভরসা করে বসে থাকার দরকার নেই আপনি করোনা আক্রান্ত কী না তা বুঝতে পারবে কুকুর।
কুকুরের ঘ্রাণশক্তি বরাবরই
প্রচন্ড প্রখর। এই জন্য অপরাধী খোঁজা হোক বা মাদক, বোমার সন্ধান
সবেতেই সারমেয়কুলের ভূমিকা অনস্বীকার্য। শুধু তাই নয়, রোগ
নির্নয়েও এর জুড়ি মেলা ভার। ডায়াবেটিস এবং পারকিনসন্স রোগ ধরতে কুকুর সক্ষম।
আরও পড়ুন: বহুক্ষণ মাস্ক পরে থাকছেন? এর ফলে কোনও ক্ষতি হচ্ছে না তো!
আরও পড়ুন: মাথা ঘুরছে হঠাত্ করেই, হেলাফেলা করবেন না
এবার করোনা নির্নয়েও সারমেয়র
ভূমিকা প্রকাশ্যে আনলেন বিজ্ঞানীরা। ২০২০ সালে করোনা পৃথিবীতে আসতেই বিজ্ঞানীরা
গবেষনা শুরু করেছিলেন। তাতে করোনা হয়েছে কীনা বুঝতে কুকুরদের প্রশিক্ষণ দেওয়া
শুরু করেছিল।
আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর
বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই) জানিয়েছে, কোভিড সংক্রামিত হওয়ার
পরে সংক্রমিত ব্যক্তির দেহ থেকে একরকমের জৈব যৌগ নির্গত হয়। সেই গন্ধ থাকে একেবারে
আলাদা। সেই বিশেষ গন্ধ থেকেই কুকুররা করোনা হয়েছে কীনা বুঝতে পারে।
ইতিমধ্যেই লেবানন, সংযুক্ত আরব আমিরশাহি এবং ফিনল্যান্ডের বিভিন্ন বিমানবন্দরে এই প্রক্রিয়ায়
কোভিড পরীক্ষা শুরু হয়েছে। আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে সাফল্য
মিলেছে প্রায় একশো শতাংশর কাছে।