করোনার দ্বিতীয় ঢেউ আসায় ক্রমাগত বলিউডে বেড়েই চলেছে একের
পর এক সংক্রমণের সংখ্যা। সোমবারই করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল
মিডিয়ায় জানিয়েছেন ভিকি কৌশল। এবার করোনা আক্রান্ত হলেন ক্যাটরিনা কাইফ। কিছুদিন
আগেই অক্ষয় কুমার, গোবিন্দার রিপোর্ট পজেটিভ আসে। অন্যদিকে কোভিডের কবলে পড়েছেন অভিনেত্রী
ভূমি পেডনেকারও।
ক্যাটরিনা কাইফ বলেন ''আমার কোভিড টেস্টের
রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আপাতত বাড়িতেই আইসোলেশনে থাকব। চিকিৎসকের পরামর্শ নিয়ে
বাড়িতেই করোনা বিধি মেনে থাকছি আমি। এই কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন যাঁরা,
তাঁরা একবার পরীক্ষা করিয়ে নেবেন। আপনাদের ভালবাসায় কৃতজ্ঞতা
জানানোর ভাষা নেই। সুস্থ থাকবেন, সচেতন ও সতর্ক থাকবেন সকলে।’’
যদিও এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন বলিউড খিলাড়িও। রণবীর
কপুর, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বনশালি, পরেশ রাওয়াল, আমির খানের পর ফের একে একে আক্রান্ত
হচ্ছেন বলিউড তারকারা। সব তারকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করেছেন সকলকে সতর্ক
থাকার। এই পরিস্থিতিকে হালকাভাবে না নিয়ে, মাস্ক পরা,
হাত ধোয়া বা স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ
দিয়েছেন।