যে কোনও মরসুমে বাড়িতে পিঁপড়ের সমস্যা লেগেই থাকে। মিষ্টি হলে তো আর কোনও কথাই নেই। আর এই রকম ঋতুতে সবচেয়ে বেশি নষ্ট হয় রুটি। অনেকে রাত্রের বেঁচে যাওয়া রুটি ক্যাসারোলে রেখে দেন। তার পরেও পিঁপড়েরা ঠিক সেই রুটির গন্ধ পেয়ে যায় এবং রুটি নষ্ট করে দেয়। সেই সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন ঘরোয়া বেশ কিছু উপায়ে।
মরিচের ব্যবহার
পিঁপড়ের হাত থেকে রুটি রক্ষার জন্য একটি সুতির কাপড়ে রুটি জড়িয়ে ৫ থেকে ৭ দানা কালো মরিচ ওপরে রাখা যেতে পারে। কারণ কালো মরিচের গন্ধে পিঁপড়ে রটির কাছাকাছি আসে না।
অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখতে হবে
পিঁপড়েদের হাত থেকে রুটি বাঁচিয়ে রাখতে নিম তেল ব্যবহার করা যেতে পারে। তার জন্য অ্যালুমিনিয়াম ফয়েলে রুটি মুড়ে রেখে তার উপরে নিম তেল বুলিয়ে দিতে হবে।
দারচিনি গুঁড়ো
রুটি পাত্রে রাখার সময় সেই পাত্রের ঢাকার উপরে একটু দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দারচিনির গন্ধে পিঁপড়ে আসবে না। তবে এক্ষেত্রেও কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে রুটি।
Soigiougs
Mar 09, 2023 04:57 [IST]