মা হতে চলেছেন অভিনেত্রী ভারতী সিংহ।
তা সকলের কাছেই জানা। তবে তাঁর জন্য বাড়িতে রয়েছেন তা কিন্তু নয়, রোজই শুটিং সেটে আসছেন তিনি। সাবধানতা অবলম্বন করেই নিয়মিত
শুট চালিয়ে যাচ্ছেন ভারতী। একেবারে ঘড়ির কাঁটা ধরে শ্যুটিং সেটে হাজিরা দেন
অভিনেত্রী। আপাতত একটি রিয়ালিটি শোয়ের সঞ্চালনায় ব্যস্ত হবু মা। আর সেখানেই ঘটে এক
মজার ঘটনা। নিয়ম মেনে, ঘটা করে সাধ
খাওয়ানো হল ভারতী সিংহকে। এই অনুষ্ঠানের তিন বিচারক কর্ণ জোহর, মিঠুন চক্রবর্তী এবং পরিণীতি চোপড়া ছিলেন। পরিণীতি নিজের
হাতে করেও খাইয়েও দেন ভারতীকে।
আরও পড়ুন: সঙ্গী অদলবদল করে থাকতে হবে বিবাহিত প্রতিযোগীদের, দুঃসাহসিক শো নিয়ে আসছেন কঙ্গনা
আরও পড়ুন: স্বামী ভাড়া করেছি, বেশ করেছি! রীতেশকে নিয়ে এমনটাই মন্তব্য রাখির
এই শোয়ে ভারতীর সঙ্গেই সঞ্চালনার
দায়িত্বে রয়েছেন তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। তিনিও সামিল ছিলেন কর্ণদের
পরিকল্পনায়। রিয়ালিটি শোয়ের মঞ্চে সাধের আনুষ্ঠান করে রীতিমতো চমকে দিয়েছেন
ভারতীকে। বেশ কিছুটা মজা করেই কর্ণ বলেন, “ভারতে এই প্রথম কোনও অন্তঃসত্ত্বা অভিনেত্রীর সাধের অনুষ্ঠান সরাসরি
সম্প্রচারিত হচ্ছে।’
যদিও সমস্ত অনুষ্ঠানটাই খুব মজা করে কাটিয়েছেন অভিনেত্রী। এই
অনুষ্ঠানকে ঘিরে পরিণীতি বলেন, “সকলে আমাকে বলেছে
তোমাদের সোনার জিনিস উপহার দিতে।” এর পরেই ভারতীর
হাতে একটি বাক্স তুলে দেন পরিণীতি। কিন্তু তাতে কী রয়েছে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
endulky
Jun 09, 2023 04:34 [IST]endulky
Jun 02, 2023 16:02 [IST]thapsit
Apr 28, 2023 03:57 [IST]