বলিউডের জনপ্রিয় বরিষ্ঠ দম্পতিদের মধ্যে অন্যতম অমিতাভ
বচ্চন(Amitabh
Bachchan) এবং জয়া ভাদুড়ি বচ্চন(Jaya Bachchan)। বয়সের তোয়াক্কা না করেই এগিয়ে চলেছেন এই রোম্যান্টিক জুটি। সম্প্রতি
কৌন বনেগা ক্রোড়পতি শোয়ের এক পর্বে নতুন এক তথ্য উঠে আসছে বচ্চন পরিবারের
সম্পর্কে।
আরও পড়ুন: ভালবেসে দিলীপের থেকে সবচেয়ে বড় আঘাত পেয়েছিলেন সায়রা
আরও পড়ুন: ক্যাটের আধিপত্যেই ভিকির উন্নতি অন্যথায় সম্পর্কের অবক্ষয়, বলছে ভবিষ্যত্বানী
তারক মেহেতার পরিবারের সঙ্গে দিব্য উন্মাদনায় মেতেছিলেন
বিগ বি। এর মাঝেই পরিবারের অম্বিকা রঞ্জনকার অমিতাভকে জিজ্ঞেস করে বসেন, জয়া ম্যাডাম কী কোনও কিছুর দাম নিয়ে কোনওদিন দরাদরি করেছেন? অমিতাভ জানান, এমন কোনও মহিলা খুঁজে দেখান যে দরাদরি
করে না? এটি শুনেই সকলে হাসতে শুরু করেন।
তবে এখানেই শেষ নয়। পরিবারের আরেক সদস্য জানান, জয়া ম্যাডাম কি অমিতাভকে পার্টি করতে বারন করেছেন কোনওদিন? এবারেও বিগ-বি জানান, একেবারেই না। কারন জয়াও আনন্দ
করতে খুব ভালবাসেন। নিজেও পার্টি করতে ভালবাসেন।