উত্তরপ্রদেশে চলছে ভোট। নির্বাচনের সময়ও সেখানে কথার বানের
কোনও শেষ নেই। রাজনৈতিক দলগুলি শেষ মুহূর্তে দাঁড়িয়ে একে অপরকে দোষারোপ করতেই
ব্যস্ত। ফলে বিতর্ক তৈরি হতে সময় লাগে না। সম্প্রতি এমনই এক বিতর্কিত ভিডিও ভাইরাল
হয়েছে যেখানে দেখা যাচ্ছে সমাজবাদী দলের এক বিধায়ক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে
তোপ দাগতে গিয়ে উত্থাপিত করেছে রামায়ণের ‘সুন্দর কাণ্ড’ প্রসঙ্গ।
কানপুরের আর্যনগরে সমাজবাদী দলের বিধায়ক অমিতাভ বাজপায়ীর
১৪ ফেব্রুয়ারি হওয়া জনসভার এক অংশের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে
জনসভায় দাঁড়িয়েই তিনি বলছেন, “আমার স্ত্রী সুন্দর, তাই বিভিন্ন কাণ্ড ঘটিয়ে বেড়ায় আমি।” এখানেই শেষ নয়।
তাঁর আরও সংযোজন, “আমি কাপড়ের রঙ দেখে নেতা তৈরি শুরু করেছি।
কাপড়ের রঙ দেখেই মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করে ফেলেছি। মুখ্যমন্ত্রী এক রঙের
কাপড় পরেন, এছাড়া তাঁর আর কোন গুনটা রয়েছে ওনার? তবে আমিও ওকে সম্মান করি।”
আরও পড়ুন: ফের দাম বাড়ল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের
আরও পড়ুন: দলের অন্দরে বিক্ষুব্ধদের বিদ্রোহ দ্রুত সমাধান করুন, পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগে না
যেদিন এই জনসভা হয় সেদিন ছিল ওই বিধায়কের বিবাহবার্ষিকী।
নিজের বক্তব্যে সেই প্রসঙ্গও টেনেছেন অমিতাভ। বলেছেন, “আজ আমাদের ২৫তম বিবাহবার্ষিকী। আমি সৌন্দর্যের ওপর বিশ্বাস রেখেই বিয়ে
করেছিলাম। আজ ২৫ তম বিবাহবার্ষিকীও পালন করছি। আমাকে সকলে জিজ্ঞাসা করেছেন ‘সুন্দর কাণ্ড’কে এত বেশি কেন গুরুত্ব দিচ্ছি।
বিবাহিত জীবনে ২৫ বছর কাটালে, যাও স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরে
এসো। তো আমি তখন বললাম আমার স্ত্রী সুন্দর, তাই সেই কাণ্ডেই
আমি বেশি গুরুত্ব দিয়েছি।”
তারপরই জনতার উদ্দেশ্যে তাঁর বক্তব্য, “আপনাদের স্ত্রীরাও সুন্দর। এরকম নয় যে আমি খুঁটিয়ে দেখিনি, তবে শুনেছি। আমার স্ত্রী যে সুন্দর তা আপনারাও জানেন। প্রতিটি ঘরে ঘরে
তিনি গিয়েছেন। যেখানে যাননি সেখানে খুব তাড়তাড়ি যাবেন। তাঁকে স্ত্রীর নজরেই দেখবেন
দাদারা, কারণ আমি তো বিভিন্ন কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলি যখন
তখন।”
এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। অনেকেই বলেন যোগী
আদিত্যনাথকে কটাক্ষ করতে গিয়ে অমিতাভ বাজপায়ী রামায়ণের মতো পবিত্র ধর্মগ্রন্থকে
অসম্মান করেছেন। রামায়ণের সপ্তকাণ্ডের মধ্যে একটি হল ‘সুন্দর
কাণ্ড’। নিজের বক্তব্যের মাঝে বারবার ‘সুন্দর
কাণ্ড’ শব্দদুটি বসিয়ে রীতিমতো অপন্মান করেছেন বিধায়ক।
তারপরই স্বপক্ষে সাফাই দিতে শোনা গিয়েছে তাঁকে। অমিতাভ বাজপায়ী বলেছেন, “এতে ধর্মগ্রন্থকে মোটেই অপমান করা হয় না। এই সব বিজেপির চক্রান্ত। সেদিন
আমার বিবাহবার্ষিকী ছিল। এতে কার যে কোথায় সমস্যা তা তো বুঝতে পারছি না। বিজেপি কি
ধর্মের ঠেকা নিয়ে রেখেছে? আমিও তো ব্রাহ্মণ। আমি আমার
স্ত্রীর সঙ্গে মজা করতেই পারি, তা নিয়ে অন্য লোক টিপ্পনি
কাটার কে?”