ভোটের ফলাফলের হাওয়া কোন দিকে বইবে তার মোটামুটি একটি
সম্ভাবনার কথা বলে দেয় বুথ ফেরৎ সমীক্ষা এক্সিট পোল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের
প্রকাশিত তথ্য অনুসারে, সপ্তম দফার নির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত
৪৬% এরও বেশি ভোটার ভোট দিয়েছেন উত্তরপ্রদেশে।
১০ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। তার
আগে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া, এবিপি নিউজ-সিভোটার,
নিউজ ২৪-টুডেজ চাণক্য এবং ইন্ডিয়া টিভি-গ্রাউন্ড জিরোর এক্সিট পোল
সামনে এসেছে। সেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেস,
আম আদমি পার্টি (এএপি), সমাজবাদী পার্টি
(এসপি), বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি), শিরোমণি আকালি দল (এসএডি) এবং উত্তরপ্রদেশ, পঞ্জাবের
অন্যান্য আঞ্চলিক দলগুলির ভাগ্যের শিঁকে কার কতখানি ছিঁড়বে তা নিয়ে বিশ্লেষণ করা
হয়েছিল।
এক্সিট পোলে উত্তরাখন্ড বিধানসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে
রয়েছে কংগ্রেস। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দলের নেতা মোহন প্রকাশ এবং উত্তরাখন্ডের এআইসিসি ইনচার্জ দেবেন্দর যাদব
বুধবার দেরাদুনে যাচ্ছেন। বৃহস্পতিবার ফলাফল। কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ বলেছেন
যে, নেতৃবৃন্দ রাজ্যের প্রাক-গণনা এবং গণনা-পরবর্তী রাজনৈতিক
পরিস্থিতির মূল্যায়ন করবেন।
বিশেষজ্ঞদের কেউই বলতে পারছেন না পঞ্জাবের ফল কী হবে। এই
মুহূর্তে পঞ্জাবে আম-আদমি-পার্টিও শাসন ক্ষমতায় আসতে পারে। ২০১৭ সালে বিধানসভা
নির্বাচনে ১১৭টি আসনের মধ্যে ২০টি দখল করেছিল কেজরীওয়ালের দল। সেখান থেকে তা কমে
দাঁড়িয়েছে ১২টিতে।
পঞ্জাবে আপের পক্ষে যেতে পারে কতগুলি সিট
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস: ৪২-৫১
ইন্ডিয়া নিউজ-এমআরসি: ৫৫
ইন্ডিয়া টিভি-সিভোটার: ৫৯-৬৭
নিউজ ২৪-আজকের চাণক্য: ৫৪
এবিপি-লোকনীতি সিএসডিএস: ৩৬-৪৬
সেক্ষেত্রে আপ ক্ষমতায় আসতে না পারলেই তারা যে
হাড্ডাহাড্ডি লড়াই দেবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Hiran Chatterjee: তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা ওড়ালেন হিরণ
আরও পড়ুন: High Court: পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল আদালত
চলতি বছরের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ বিধানসভা
কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ বিশেষজ্ঞরা বলছেন ইউপিতে
বিজেপি-নেতৃত্বাধীন সরকারই ভবিষ্যতে থাকবে। গেরুয়া শিবিরের কাছাকাছি খুব কম পার্টি
আসতে পারবে বলে মনে করা হচ্ছে।
উত্তরপ্রদেশে বিজেপির জন্য এক্সিট পোল:
ইন্ডিয়া টিভি-সিভোটার: ১৬১
এবিপি-লোকনীতি সিএসডিএস: ১৬৪-১৭৬
ইন্ডিয়া টিভি পূর্বাভাস: ১৫৫-১৬৭
অ্যাক্সিস: ২৫১-২৭৯
আজকের চাণক্য: ২৮৫
উত্তরপ্রদেশে সরকার গড়তে হলে প্রয়োজন নিদেনপক্ষে ২০২টি
সিট। সেক্ষেত্রে অ্যাক্সিস এবং আজকের চাণক্য বিজেপিকে এগিয়ে রাখলেও ইন্ডিয়া টুডে
এবং এবিপি-লোকনীতি সিএসডিএস’র বিচারে ভারতীয় জনতা পার্টি কিন্তু
এখনও ব্যাকফুটে। তাই এক্ষেত্রে বরং এগিয়ে থাকছে অখিলেশ যাদবের সপা।
টুডে’জ চাণক্য
পঞ্জাব ২০২২
সম্ভাব্য আসন সংখ্যা
আপ ১০০ + ১১ আসন
কং১০+ ৭ আসন
শিরোমণি আকালি দল + ৬ + ৫ আসন
বিজেপি+ ১ + ১ আসন
অন্যান্য ০ + ১ আসন
প্রাপ্ত সম্ভাব্য ভোটসংখ্যা
আপ ৪৫% + ৩%
কং ২৩% + ৩%
শিরোমণি আকালি দল+ ১৬%+ ৩%
ভারতীয় জনতা পার্টি+ ৯% + ৩%
অন্যান্য ৭% + ৩%
এক্সিট পোল সবসময়তেই যে সঠিক হবে তেমনটা নয়। ভোটের ফলাফল
কোনদিকে ঘুরতে পারে তার একটি ধারণা দিতে পারে মাত্র। তাই এই পোলও বাস্তবায়িত হবেই
তা বলা কার্যত অসম্ভব।