-
Mar 09, 2022
Pubjab Exit Poll 2022: কংগ্রেসকে পিছনে ফেলে এবার পঞ্জাবে আসতে চলেছে আপ
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে পাঁচ রাজ্য ভোট গণনা। একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পঞ্জাবে এবার মুখ থুবড়ে পড়তে কংগ্রেস। এই রাজ্যে কংগ্রেসকে বহু ফেছনে ফেলে দিতে পারে আম আদমি পার্টি। দলীয় কোন্দলে জর্জরিত কংগ্রেস পঞ্জাবে পেতে পারে মাত্র ২৩.২ শতাংশ ভোট। বিজেপির সঙ্গ ত্যাগ করা শিরোমণি অকালি দল পেতে পারে ২২.৫ শতাংশ ভোট। আর ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোকদলের সঙ্গে জোট করে বিজেপি এই রাজ্যে পেতে পারে ৭.২ শতাংশ ভোট। তবে এই রাজ্যে সম্ভবত শীর্ষ থাকবে আম আদমি পার্টি। আম আদমি পার্টি ৪১.২ শতাংশ ভোট পেতে পারে পঞ্জাবে। ২০১৭ সালে পঞ্জাবে প্রথম বার বিধানসভা ভোটে লড়তে নেমেই শিরোমণি অকালি দলকে পিছনে ফেলে প্রধান বিরোধী দল হয়েছিল অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (আপ)। এ বার তারা নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে পারে বলেও বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত। দক্ষিণ পাঞ্জাবের মালওয়া অঞ্চলের কংগ্রেসের দলিত ভোটব্যাঙ্কের অনেকটাই আপের দখলে যেতে পারে বলে কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত। দলিত নেতা চরণজিৎ সিংহ চন্নীকে মুখ্যমন্ত্রী করেও কংগ্রেস তেমন সুফল পাবে না বলে ওই সমীক্ষাগুলিতে পূর্বাভাস দেওয়া হয়েছে। অমৃতসর-কেন্দ্রীক মাঝা অঞ্চলেও আপের ভাল ফলের পূর্বাভাস মিলেছে কয়েকটি সমীক্ষায়। News24-Today's Chanakya-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, আপ জিততে পারে ১০০টি আসনে, কংগ্রেস পাবে ১-১৭টি আসন। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা জানাচ্ছে, ১১৭টি বিধানসভা আসনের পঞ্জাবে আপ পেতে পারে ৫১-৬১টি আসন। অর্থাৎ একক বৃহত্তম দল হলেও তারা নিরঙ্কুশ গরিষ্ঠাতা পাবে না। কংগ্রেসের ঝুলিতে থাকবে ২২-২৮টি আসন। শিরোমণি অকালি দল ২০-২৮ টি আসন পেতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের পঞ্জাব লোক কংগ্রেস এবং বিজেপি-র জোটের ঝুলিতে যেতে পারে ৭-১৩টি আসন। নির্দল অন্যেরা ১-৫টি আসন পেতে পারে। India Today-Axis My India-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, আপ জিততে পারে ৯০-৯৭টি আসনে। Republic-P mark-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ১১৭টি বিধানসভা আসনের পঞ্জাবে আপ পেতে পারে ৬২-৭০টি আসন। কংগ্রেসের ঝুলিতে থাকবে ২১-৩১টি আসন। শিরোমণি অকালি দল ১৬-২৪ টি আসন পেতে পারে। নির্দল অন্যেরা ১-৩টি আসন পেতে পারে। Times Now-Veto-এর বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, ১১৭টি বিধানসভা আসনের পঞ্জাবে আপ পেতে পারে ৭০টি আসন। কংগ্রেসের ঝুলিতে থাকবে ২২টি আসন। শিরোমণি অকালি দল ১৯ টি আসন পেতে পারে। নির্দল অন্যেরা ১৬টি আসন পেতে পারে।
-
Jan 31, 2022
Panjab Assembly Election: দুই কেন্দ্রের প্রার্থী হওয়ার খবর পাওয়া মাত্রই চন্নিকে কটাক্ষ কেজরিওয়ালের
চন্নির দুটি কেন্দ্রে প্রার্থী হওয়ার খবর পাওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কটাক্ষের সুরে বলেন যে, চন্নিকে দুটি কেন্দ্র থেকে প্রার্থী করার অর্থ একটাই, চমকৌর সাহিব থেকে হারতে চলেছেন চন্নি।
-
Jan 31, 2022
Uttarakhand Assembly Election 2022: উত্তরাখণ্ডের নির্বাচনে পরিবারতন্ত্রতেই ভরসা রাখছে বিজেপি
আসন্ন ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে কারও ছেলে, কারও পুত্রবধূ, কারও স্বামীকে প্রার্থী করা হয়েছে। এটি এমন একটি রাজ্য যেখানে কংগ্রেস এবং বিজেপি উভয়েই পরিবারবাদকেই সমানভাবে প্রাধান্য দিয়ে ভোট ময়দানে নেমেছে।
