ভিসা ছাড়া কোনও দেশে ঘুরতে যাওয়া কথা মানুষ হয়তো কল্পনাও
করতে পারে না। সেরকমই ৩৭টি দেশ রয়েছে যেখানে
আপনি ঘুরতে যেতে চাইলে ভিসার দরকার পড়বে না। হ্যাঁ ঠিকই পড়েছেন, কোনও ভিসা লাগবে না। আর
আপনাকে কোনও সমস্যায় পরতেও হবে না।
এই দেশগুলোর এয়ারপোর্টে নেমে আপনি
সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে যাবেন আপনার কাংঙ্খিত ভিসাটি। আর এই ভিসার জন্য আগে থেকে
আবেদন করতে হবে না।
শেষ হল ২০ শীর্ষ সম্মেলন, ভারতের প্রশংসা পঞ্চমুখ সব দেশ
চলুন জেনে নেই যেসব দেশে যেতে ভিসা
লাগবে না:
বাহামা, বারবাদোস, ভুটান, ডোমিনিকা, ফিজি, জাম্বিয়া, গ্রেনাডা, হাইতি, ইন্দোনেশিয়া, জেমাইকা, লেসোথো, মাইক্রোনেশিয়া, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট
এন্ড দ্য গ্রেনাদিনেস, ত্রিনিদাদ এন্ড
টোবাগো,
ভানুয়াতু।
Ilish lej Bhorta: ইলিশের লেজা খেতে মন চায় না একদম, চিন্তা নেই লেজা দিয়েই বানিয়ে ফেলুন এই সুস্বাদু ভর্তা
ই-ভিসা লাগবে:
শ্রীলংকা
যেসব দেশে এয়ারপোর্ট থেকে ভিসা দেয়:
বলিভিয়া, কম্বোডিয়া, ক্যাপে ভারদে, কমোরস, আইভোরি কোষ্ট, জিবুটি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাসকার, মালদ্বীপ, মৌরিতানিয়া, মোজাম্বিক, নেপাল, নিকারাগুয়া, সামোয়া, সিসিলি, তিমুর-লেসতে, টোগো,
তুভালু, উগান্ডা।