ছুটি পেলেই সকলের কাছে বেড়াতে যাওয়া মানেই পাহাড়, সমুদ্র নয় তো নদী। কিন্তু এই সমস্ত কিছুর বাইরেও যে বেড়াতে যাওয়ার স্থান
রয়েছে তা অনেকেরই মাথায় আসে না। তবে যাঁরা একটু বই পড়তে বা সাহিত্যে চর্চা করতে
বেশি পছন্দ করেন তাঁদের কাছে শান্তিনিকেতন হোক বা কোনও সাহিত্যিকের বাড়ি ঘুরে
আসতেই পারেন। তবে ভেবে উঠতে পারছেন কার বাড়িতে যাবেন ছুটি কাটাতে। তাহলে আর নয়
চিন্তা। তিন জনপ্রিয় সাহিত্যিকের বাড়ির ঠিকানার সন্ধান দেওয়া হল, যা দেখতে গেলে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক
সেগুলি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি
শহরের কোলাহলমুক্ত পরিবেশে এক দিনের উইকএন্ডে সময় কাটাতে
চাইলে ঘুরে আসতে পারেন দেউলটি। এখানে সামতাবেড় গ্রামে শেষ জীবনে প্রায় এক যুগ
কাটিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দোতলা বাড়িটির সর্বত্রই তাঁর স্মৃতি জড়িত। ঘুরে
দেখতে পারেন শরৎচন্দ্রের লেখার ঘর, তাঁর ব্যবহার করা
জিনিসপত্র। কাঠের বারান্দা উঠোন সব জায়গাই ঘুরে ফিরে দেখতে পারেন পর্যটকরা। গ্রামের
মধ্যে রূপনারায়ণের রূপ দেখবেন বলেই চলে আসেন এখানে।
কীভাবে যাবেন
হাওড়া স্টেশন থেকে ট্রেনে যেতে চাইলে ধরতে হবে পাশকুড়া
লোকাল,
নামতে হবে দেউলটি স্টেশনে। সেখান থেকে টোটো করে যেতে পারেন।
আরও পড়ুন: একেবারে স্মার্টফোনের দামের থেকেও কম খরচে ঘুরে আসুন বিদেশের এই জায়গাগুলি থেকে
আরও পড়ুন: ভারতের ঝুলিতে রয়েছে এই সমস্ত ঐতিহাসিক স্থান, গরমের ছুটিতে ঘুরে আসতেই পারেন সেই সমস্ত জায়গা থেকে
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি
সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শান্তিনিকেতনে ঘুরতে এলেও ঘুরে যেতে পারেন এখান থেকে। বোলপুর থেকে মাত্র
২৫ কিলোমিটার দূরে এই গঞ্জ।
কী ভাবে যাবেন
শান্তিনিকেতন থেকে গাড়ি ভাড়া করে ঘুরে আসাই ভাল। মূল
রাস্তার থেকে হাঁসুলি বাঁক প্রায় তিন কিলোমিটার দূরে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি
ঝাড়খণ্ডের ঘাটশিলায় ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
বাড়ি। সুবর্ণরেখা নদীর ধারে অবস্থিত এই শহর বাড়ির নাম ‘গৌরী
কুঞ্জ’।
কী ভাবে যাবেন
হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছে
যাওয়া যায় ঘাটশিলা।
Eric Jones
May 16, 2022 05:39 [IST]