বিয়ের পর প্রথমে কেথাও বেড়াতে যাচ্ছেন তাই তার অনুভূতিটা
একেবারেই আলাদাই ব্যাপার। দেশে হোক বা বিদেশে, সীমিত বাজেটের মধ্যেও সব দিক বিচার করে ঘুরতে যাওয়ার
পরিকল্পনা হয়। তা হলে মাথায় রাখুন ছোট ছোট কয়েকটি টিপস।
১) ভাল মানের ব্যাগ
ঘুরতে যাওয়ার জন্য অন্য কিছুতে বিশেষ
খরচ না করে, ব্যাগের জন্য একটু বেশি খরচ করতেই
পারেন। কারণ, ঘুরতে গিয়ে যদি ব্যাগের বেল্ট ছিঁড়ে
যায়,
তা হলে ঘোরা মাটি হবে।
২) বীমা
প্রথম বার ঘুরতে যাওয়া নিয়ে সকলের
মধ্যেই একটা উত্তেজনা থাকে। তাই ঘুরতে যাওয়ার সময়, ছোট ছোট কিছু জিনিস একে বারেই মাথায় থাকে না। বিশেষ করে বিদেশে যাওয়ার
পরিকল্পনা থাকলে।
৩) ওষুধপত্র
কাউকে যদি প্রতি দিন নির্দিষ্ট কিছু
ওষুধ খেতে হয়, সে ক্ষেত্রে সঙ্গে ওষুধ রাখতেই হবে।
৪) গুরুত্বপূর্ণ নথি পত্র
যেখানেই যান না কেন, নিজেদের পরিচয়পত্র নিতে ভুলবেন না। প্রয়োজনে সব নথিপত্রের ‘ফটোকপি’ করিয়ে রাখবেন।
৫) টাকা কোথায় রাখবেন
কার্ড থাকলেও বেশ কিছু টাকা পয়সা
হাতে রাখতেই হয়। সবটা এক জায়গায় না রেখে, ব্যাগের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখুন। কোথায় কত টাকা রাখছেন, তা অবশ্যই মনে রাখুন।