শীতকাল মানেই কোথায় বেড়াতে যাবে তা নিয়ে সকলেরই
চিন্তাভাবনা থাকে। কিন্তু ঘুরতে যাবেন সেটা খুবই ভাল কথা। অনেকেই বড়দিনের ছুটিতে
ঘুরে আসেন কাছে পিঠে। যাঁরা শীতের ছুটিতে কোথাও বেরিয়ে আসার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রইল শীতের ভ্রমণকে সহজ করার কিছু উপায়।
১। কোথায় যাবেন, কত দিন থাকবেন, সে সব পরিকল্পনা করুন সময় নিয়ে। বিশেষত, পাহাড়ে যেতে
ভাল লাগে, তবে আবহাওয়ার কথা ভাল করে জেনে তবেই বাছুন
গন্তব্য। অনেকেই ভাবেন, শীতে সহজে বরফ পাওয়া যাবে পাহাড়ে।
কিন্তু ঠান্ডা বা হাঁপানির সমস্যা বেড়ে যেতে পারে প্রবল ঠান্ডায়। খারাপ আবহাওয়ার
কারণে আটকে পড়ার আশঙ্কাও থাকে।
২। সব জায়গায় গরম জল না-ও পেতে পারেন। তাই সুগন্ধি রাখুন
সঙ্গে। স্নান করার সুযোগ না পেলে শাক দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা আর কী!
আরও পড়ুন:বাড়িতে সাপের উপদ্রব বেড়েছে? লাগান এই গাছগুলি
৩। ভ্রমণের আগে নিকটজনকে জানিয়ে যান। এতে প্রয়োজনে খোঁজ
খবর নিতে অসুবিধা না হয়। শীতকালে রাত নিঝুম হয়ে যায়, সেই সুযোগে বাড়ে
চুরি। বাড়ি ফাঁকা রেখে যেতে হলে জানিয়ে যেতে পারেন স্থানীয় থানায়।
glIlmer
Mar 17, 2023 06:55 [IST]Soigiougs
Mar 07, 2023 10:33 [IST]