শীতকাল মানেই নানা জায়গায় পিকনিক করার পাশাপাশি বিভিন্ন
জায়গায় বেড়াতে যাওয়া। কারণ এই সময়ের আবহাওয়া বেশ মনোরম থাকে। কিন্তু গরমকাল মানেই
হাসফাঁস করা গরম। বাইরে বেড়োনোর কথা শুনেই আতকে ওঠেন অনেকেই। এই সময়ে বাইরে যা
রোদের তেজ, রোদ না কমলে বাইরে যাওয়া খুবই কষ্টদায়ক। তবুও যাঁরা
কাজের সূত্রে বাইরে যান তাঁদের তো আর কিছু করার নেই যেতেই হবে। কিন্তু যাঁরা সব
সময়ে বাড়িতেই থাকেন। তাঁদের মাঝে মধ্যেই মনে হয় একটু কোথাও থেকে বেড়িয়ে আসি। আর
সেটা যদি কাছেপিঠে কোথাও হয়। তাহলে তো কোনও সমস্যাই নেই আর। তবে আপনার
যদি হাতে দুদিনের ছুটি থাকে আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে সেই
তালিকায় রাখতে পারেন বাংলা-ভুটান সীমান্তে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম
সামসিং।
আরও পড়ুন: পাহাড়ের কোলে ঢোলে পড়া রডোডেনড্রন দেখতে হলে, আর সময় নষ্ট না করেই পৌঁছে যান এই স্থানে
এখানকার চা ও কমলালেবু চাষই মানুষের প্রধান জীবিকা। এই
শহরে পাখির ডাকে ঘুম ভাঙার পর দেখতে পাবেন পাইনের তুলনায় শাল, শিমুলের গাছ। বিশাল বৃক্ষ ঘেরা সামসিং- এর প্রচুর পাখিও দেখতে পাবেন। কাছেই
রয়েছে রকি আইল্যান্ড। সামসিং থেকে দেড়-দু’কিলোমিটার দূরে
মূর্তি নদীর পাশে অবস্থিত রকি আইল্যান্ড এখন বেশ জনপ্রিয়। চার কিলোমিটার দূরে
রয়েছে সানতালেখোলা।
কী ভাবে যাবেন
কলকাতা থেকে সামসিং'র দূরত্ব ৬৩৮ কিলোমিটার। শিলিগুড়ি
থেকে দূরত্ব ৮১ কিলোমিটার। শিলিগুড়ির থেকে সামসিং যাওয়ার জন্য বাস ছাড়ে।
Pealock
Feb 04, 2023 11:32 [IST]Pealock
Jan 26, 2023 12:15 [IST]