যদি দু’দিনের জন্য একটু ছুটি পাওয়া যায় অফিস
থেকে। তাহলে ঘুরতে যাওয়ার তালিকাতে প্রথমেই থাকে দিঘা বা মন্দারমণির নাম। কিন্তু
এই দুটি জায়গা ছাড়াও যে বহু জায়গা রয়েছে দু’দিনের ছুটি কাটানোর জন্য তা প্রায়
অনেকের কাছেই অজানা। তবে দু’দিনের ছুটি কাটানোর জন্য সমুদ্রে যেতে প্রায় সকলেই
পছন্দ করেন। কারণ এত কম সময়ে দূরে কোথাও যাওয়া একেবারেই সম্ভব হয়ে ওঠেনা। তাই
কাছেপিঠে স্থান হিসেবে সকলেই দিঘা বা মন্দারমণিকেই বেছে নেন। কিন্তু দিঘা মানেই
মানুষের কোলাহল। কোনও সময়েই বোধহয় পর্যটকদের ভিড় কম থাকে না। আবার অনেকই পছন্দ
করেন একটু কোলাহল থেকে বেড়িয়ে নিভৃতে দু’দিনের জন্য সময় কাটাতে। তাহলে চলুন আজ
আপনাদের এমন এক জায়গার হদিশ দেব যেখানে গেলে অবশ্যই সমুদ্র পাবেন কিন্তু দিঘার
মতো এত কোলাহল নেই। ভিড় চান না তাঁদের জন্য রইল স্বল্প পরিচিত জুনপুটের হদিশ।
আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ ভিয়েতনামে যেতে চান? তাহলে মেনে চলুন এই কয়েকটি নিয়ম
আরও পড়ুন: প্রায় দশ বছরের পর্যটক সংখ্যা কে ছাপিয়ে এবারে রেকর্ড সংখ্যক ভিড় কাশ্মীরে
জুনপুটের বেলাভূমি বেশ দীর্ঘ। ভাটার সময় বালিতে দেখা যায়
অসংখ্য লাল কাঁকড়া। তবে স্নান করার জন্য এই সৈকত খুব একটা সুরক্ষিত নয় বলেই মত
অনেকের। নির্জন বালিয়াড়িতে নিভৃতে দুজনের জন্য সময় কাটানোর মোক্ষম স্থান এটি হতে
পারে। তাই আর কোনও কিছু না ভেবেই ঘুরে আসতেই পারেন এই স্থান থেকে। পর্যটকদের
থাকার জন্য জুনপুটে একাধিক রিসর্ট রয়েছে। দিঘা থেকে জুনপুট প্রায় ৪০ কিলোমিটার। সড়ক
পথে এখানে যেতে চাইলে প্রথমে পৌঁছাতে হবে কাঁথি। কাঁথি থেকে জুনপুটের দূরত্ব মাত্র
নয় কিলোমিটার।