শীতকাল মানেই ঘোরার মরসুম। এই সময় ভ্রমণপিপাসুদের
মন কেমন যেন একঘেয়ে জীবনের বন্ধদ্বার থেকে নিষ্কৃতি চায় খনিকের জন্য। শ্বাস নিতে চায়
পাহাড়ের কোলে অথবা সমুদ্রের বুকে দাঁড়িয়ে। তবে আপনি যদি পাহাড়প্রেমীদের মধ্যে একজন
হয়ে থাকেন তবে এবং অজানা কোনও পাহাড়ি অফবিট গ্রামে থাকার আপনার ইচ্ছা থেকে থাকে তবে
আপনার জন্য উপযুক্ত গন্তব্য হতে চলেছে উত্তরবঙ্গের এই কমলালেবু গ্রাম।
কার্শিয়াং’র একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সিটং। একটা ছড়ানো
উপত্যকা এটা। চারপাশ খোলা। দূর-দূর পর্যন্ত যতটুকু চোখ যায় শুধুই পাহাড়। ধাপে ধাপে
ঘরবাড়ি যেন দেশলাই বাক্সের মতো সাজিয়ে রাখা। এখানে সর্বদা যেন বিরাজ করে এক নিস্তব্ধতা
ও প্রাকৃতিক সৌন্দর্য। এটাই হল মূল উপভোগ্য বিষয়। তাছাড়াও যে মূল আকর্ষণ তা হল কমলালেবু।
এখানে কুয়াশা ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন পথের ধারে গাছে
ঝুলছে রসে ভরপুর কমলালেবু। সিটং-এর আসল বৈশিষ্ট্য হল দার্জিলিংয়ের বিখ্যাত কমলালেবুর
সিংহভাগই উৎপন্ন হয় এই সিটং গ্রামে। তবে এই কমলালেবু দেখতে হলে আপনাকে আসতে হবে নভেম্বর-ডিসেম্বরে।
তবে এছাড়াও দশর্নীয় স্থানের মধ্যে আপার সিটং-এ
আছে একটি শতাব্দী প্রাচীন গুম্ফা বাঁশ আর মাটি দিয়ে তৈরি। গ্রামে রয়েছে একটি অতি প্রাচীন
গির্জাও। দুটোই দেখে নিতে পারবেন পায়ে হেঁটেই। কাছেই অহলদারা। পাশের গ্রামও বলতে পারেন।
ঘুরে নিতে পারেন মংপুও। পাশাপাশির মধ্যে ঘুরে নিতে পারেন লাটপাঞ্চার, নামথিং পোখরি
লেক, যোগীঘাট ব্রিজ।
আরও পড়ুন: শীতের হিমেল হাওয়া গায়ে মেখে ঘুরে আসুন জঙ্গল থেকে
আরও পড়ুন: ভগবান শিবের আদিযোগী মূর্তি রয়েছে ভারতের এই শহরে
কীভাবে
আসবেন:
এনজেপি থেকে সিটং এর দূরত্ব ৫৫ কিলোমিটার।
আড়াই ঘণ্টা মতো সময় লাগে। ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকা। আসার পথে মহলাদিরাম চা
বাগান ঘুরে নিতে পারেন। কাছেই কার্শিয়াং, আসতে পারেন সেখান থেকেও। দূরত্ব ২৩ কিলোমিটার।
দার্জিলিং থেকে দূরত্ব ৫৩ কিমি মতো। সময় লাগে ওই আড়াই ঘণ্টা মতোই।
কোথায়
থাকবেন:
সিটং-এ রয়েছে একাধিক হোমস্টে। তবে শীতের সময়
অনেক পর্যটকই এখানে আসেন কমলালেবু দেখতে। তাই থাকার জায়গার অভাব পড়তেই পারে। আগে থেকে
সেক্ষেত্রে বুক করে আসাই ভালো। থাকার জন্য বেছে নিতে পারেন সিটং হোমস্টে, সিটং ভ্যালি
হোমস্টে, সিটং অরেঞ্জ ভিলা অ্যান্ড নেচার ক্যাম্প, সিটং অরেঞ্জ গার্ডেন হোমস্টে, মেঘবিতান
হোমস্টে।
glIlmer
Mar 15, 2023 06:29 [IST]Soigiougs
Mar 07, 2023 19:35 [IST]