গরমকাল বেশ পড়েই গিয়েছে। কয়েকদিন আগে
পর্যন্ত ভোরের দিকে একটু ঠান্ডার আমেজ থাকলেও সেটাও আর নেই এখন। রোদের তেজ ব্যাপক।
বেলা গড়াতে আরও বাড়ছে। তবে এই গরমের সময়েও যদি কয়েকদিনের ছুটি পাওয়া যায়। তাহলে
একটু কোথাও থেকে বেড়িয়ে আসাই যায়। করোনার আবহ একটু কাটতেই
প্রায় সকলেরই ইচ্ছা ছুটি পেলেই কাছে-পিঠে কোথাও থেকে একটু বেড়িয়ে আসার। ব্যস্ত রুটিনের
মাঝে যদি এমন একটু সুযোগ পাওয়া যায় তাহলে তো বেশ সকলেরই ভাল লাগে। তবে দীঘা, পুরী,
দার্জিলিং ঘুরতে আপামোর বাঙালি সকলেই ভালবাসেন। সময় ও একটু সুযোগ পেলেই চলে যান এই
স্থানে। আপনি চাইলেই ঘুরে আসতে পারেন ব্যাঙ্গালোরের কাছে উটি ও এবং কুনুর থেকে। দুটি
জায়গা,যা এই ঋতুতে ভ্রমণের জন্য উপযুক্ত।
সবুজ পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই জায়গায় এসে আপনি
অন্যরকম আনন্দ অনুভব করবেন। যদিও এখানে দেখার মতো অনেক জায়গা আছে।
দোদবেটা পার্ক
দোদবেটা পার্ক হল উটির সর্বোচ্চ স্থান। এখানে গেলে
আপনি দেখতে পাবেন একটি পর্যবেক্ষণ ডেস্ক, এখানে খুব ঠান্ডা, তাই সোয়েটার বা জ্যাকেট
পরে যান।
আরও পড়ুন:Oscar 2022: অস্কারের মঞ্চে ব্রাত্যই রয়ে গেলেন দুই মহা নক্ষত্র লতা মঙ্গেশকর, দীলিপ কুমার, ক্ষোভে উত্তাল নেটপাড়া
আরও পড়ুন:Lord Shiva: হাতে ত্রিশূল, কণ্ঠে সাপের পৈতা-শ্মশানচারী মহাদেবের এমন রূপের কারণ কী
পাইকরা লেক
পাইকরা লেকের সৌন্দর্য দৃষ্টিনন্দন। এটি চারদিক থেকে
জঙ্গলে ঘেরা এবং আপনি চাইলে এখানে বোট রাইডও করতে পারেন। লেকের কাছেই রয়েছে সুন্দর
পাইকরা জলপ্রপাত।
বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ
এটি দেশের অন্যতম সুন্দর বাগান। এটি একটি ছোট নার্সারি
রয়েছে।
ডলফিনের নাক
ডলফিনের নাকটি কুনুরেই অবস্থিত, তাই এটি আশেপাশের
জায়গাগুলির একটি ১৮০ ডিগ্রি পাখির চোখের দৃশ্য দেয়। আপনি যদি টয় ট্রেনে বসতে পছন্দ
করেন তবে আপনাকে অবশ্যই কুনুর রেলওয়ে স্টেশনে প্যাসেঞ্জার টয় ট্রেন উপভোগ করতে হবে।
এই ট্রেনটি কুনুর থেকে উটি পর্যন্ত দূরত্ব কভার করে।
glIlmer
Feb 24, 2023 15:35 [IST]