অনেকেই আছেন যাঁরা ঘুরতে যেতে ভালবাসেন। কাজ থেকে
বেশ কয়েকদিনের ছুটি পেলেই কোথাও না কোথাও বেড়িয়ে পড়েন। কেউ যেতে ভালবাসেন পাহাড় তো
আবার কেউ নদী। কেউ তো জঙ্গল সাফারি করতে ভীষণ ভালবসেন। তবে অনেকে অ্যাউডভেঞ্চারের
জন্যা রহস্য মোরা স্থান একচু বেশিই পছন্দ করে থাকেন।আবার কেউ রয়েছেন যাঁরা সময় পেলেই
হল যে কোনও স্থানেই যেতে চান। ভ্রমণপ্রিয় বাঙালির শীত এলেই মনটা নেচে ওঠে বেড়াতে
যাওয়ার জন্য।তাঁদের জন্য বেশ কিছু জায়গার সুলুক
সন্ধান রইল।
ভুটান
সড়ক কিংবা আকাশপথে খুব সহজেই পৌঁছে যাওয়া ভুটান।
এক দিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত রূপ আর অন্য দিকে আধ্যাত্মিকতা, ভুটানের মূল আকর্ষণ।
এই শীতে কম খরচে ঘুরে আসতে পারেন পারো, থিমফু, ফুনশেলিং।
আরও পড়ুন:এই স্বপ্নগুলি ইঙ্গিত দেয় অর্থাগমনের, এগুলোর মধ্যে একটাও আপনি কি দেখেছেন?
নেপাল
কত দিনের ছুটি পেয়েছেন, তার উপর নির্ভর করে নেপাল
ভ্রমণের পরিকল্পনা সাজাতে হবে। হাতে সময় কম থাকলে আকাশপথে পাড়ি দিতে পারেন। তিন-চার
দিনের ছুটি পেলে কাঠমান্ডু এবং তার আশপাশের কিছু এলাকা ঘুরে আসতে পারেন। তার বেশি সময়
থাকলে পোখরা এবং তার আশপাশের এলাকাও ঘুরে দেখার সুযোগ পাবেন। কাঠমান্ডুর অলিগলি, পুরনো
শহর, সন্ধ্যায় বৌদ্ধমন্দিরের আরতি দেখে মন ভাল হবে। তবে খরচ খুব বেশি নয়।
Soigiougs
Mar 21, 2023 11:20 [IST]glIlmer
Mar 21, 2023 06:55 [IST]Soigiougs
Mar 02, 2023 05:03 [IST]Soigiougs
Feb 24, 2023 07:28 [IST]Pealock
Feb 07, 2023 18:46 [IST]Pealock
Feb 02, 2023 19:29 [IST]