ঘুরতে যেতে সকলেই ভালবাসেন। তবে বহু মানুষের বিদেশে যাওয়ার
সুপ্ত ইচ্ছা থাকে। যদিও বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ব্যয়সাপেক্ষ হিসেবে বিদেশ সফরের
কথা কেউ ভাবতে চান না। ইচ্ছা থাকলেও উপায় হয় না। কিন্তু এই সমস্যা তো দূর করা
সম্ভব হয় না। যেহেতু সকলের কাছেই এত টাকা ব্যয় করে বিদেশ সফর করা সম্ভব নয়। তবে
সকলের কাছেই দারুণ সুযোগ রয়েছে। এবার স্বল্প খরচেই এবার ঘুরে আসতেই পারেন বিদেশের
এই সমস্ত স্থান থেকে। বলা ভাল, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এমন বেশ কিছু দেশ রয়েছে যেগুলি ঘুরতে মাথাপিছু
চল্লিশ-পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। অনেকেই এখন ৪০-৫০ হাজার টাকার
ফোন কিনতেও দ্বিধা করেন না। আমরা তো সকলেই এই টাকায় স্মার্টফোন ব্যবহার করেই
থাকি, সেক্ষেত্রে এই স্মার্টফোনের মূল্যেই আপনি বিদেশ সফর
করতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত স্থানগুলি।
শ্রীলঙ্কা:
বর্তমানে অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে থাকলেও
পর্যটকদের পকেটের জন্য শ্রীলঙ্কা কিন্তু বেশ স্বাস্থ্যকর। কলকাতা থেকে যাওয়া-আসা
মিলিয়ে শ্রীলঙ্কার বিমান খরচ শুরু হয় প্রায় ২০ হাজার টাকা থেকে। দিন প্রতি থাকা-খাওয়ার
খরচ কম বেশি দু-আড়াই হাজার টাকার মতো।
আরও পড়ুন: ভারতের ঝুলিতে রয়েছে এই সমস্ত ঐতিহাসিক স্থান, গরমের ছুটিতে ঘুরে আসতেই পারেন সেই সমস্ত জায়গা থেকে
আরও পড়ুন: চিবানো চিউয়িংগাম দিয়ে ভরাট এক দেওয়াল! শুনে চমকে উঠলেও পর্যটকরা এই দৃশ্যে দেখার জন্যই এখানে ভিড় করেন
সিঙ্গাপুর:
সিঙ্গাপুরের গার্ডেন্স বাই দ্য বে, অর্কিড উদ্যান, ক্লাউড ফরেস্ট ও হরেক রকমের পার্ক
সিঙ্গাপুরের মূল আকর্ষণ। কলকাতা থেকে বিমান ভাড়া যাওয়া-আসা মিলিয়ে কুড়ি হাজার টাকা
থেকে শুরু।
ভিয়েতনাম:
বিমানপথে কলকাতা থেকে হ্যানয় কিংবা হো-চি-মিন শহরে
যাওয়া-আসা বাবদ খরচ শুরু ১৬ হাজার টাকা থেকে। খাওয়া খরচা বাবদ মাথাপিছু তিন থেকে
চার হাজার।