দেশের খ্যাতি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। সত্যি কথা বলতে পাশ্চাত্য দেশগুলিতে
ভারতের প্রতি একটা গভীর আত্মীয়তা রয়েছে। আর সেই কারণেই বিদেশের মাটিতে ও ভারতীয় শহরের
নামে আরও নানা শহর রয়েছে। তবে এটা একেবারেই মজার কথা বলা হচ্ছে না। সত্যি ভারতের বাইরেও
একই নামের শহর রয়েছে।
কোচি কেরালা / কোচি
জাপান
ভারতের কোচি হল এর্নাকুলাম এর রাজধানী। আর বিদেশের মাটিতেও রয়েছে এই সন্ধান।
জাপানেও এই শহরের নাম রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। এই দুটি শহর নাম ছাড়াও
আরও একটি বিষয়ে বিশেষ মিল রয়েছে।
আরও পড়ুন: IRCTC: একেবারে জলের দরে কলকাতা থেকে ব্যাঙ্কক ও পাটায়া যাওয়ার প্যাকেজ ঘোষণা করল আইআরসিটিসি
আরও পড়ুন: Amarnath yatra suspended: কাশ্মীরে হড়পা বানের সতর্কবানী, স্থগিত অমরনাথ যাত্রা
বিহারের পাটনা/ স্কটল্যান্ডের
পাটনা
সকলেরই জানা যে পাটনা বিহারের রাজধানী। উইলিয়াম ফুলার্টন, যিনি স্কটল্যান্ডে
একটি গ্রাম প্রতিষ্ঠা করেন। জানা যায়, তাঁর বাবা ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন,
সেই সময় উইলিয়াম ফুলার্টনও পাটনাতে থাকতেন, এই শহরের প্রতি তাঁর ভালবাসা জন্মায়, তাই
তিনি সেখানে পাটনা নাম রাখেন।
লখনউ, উত্তরপ্রদেশ/
মার্কিন যুক্তরাষ্ট্রের লখনউ
লখনউ বা ক্যাসেল ইন দ্য ক্লাউডস, মার্কিন যুক্তরাষ্ট্র হল একটি ষোল কক্ষের
এবং ৫,৫00 একর মাউন্টেন এস্টেট প্রাসাদ যার ভারতীয় নাম প্রকৃত রাজকীয়দের বাড়ি হওয়ার
গৌরবময় অতীত ধারণ করে।
glIlmer
Feb 22, 2023 07:33 [IST]