শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যতই বলুন টাকা মাটি মাটি টাকা, তা কিন্তু
নয়। টাকার গুরুত্ব অপরিসীম। আজকের দিনে দাঁড়িয়ে অর্থবল ভীষন ভাবে প্রয়োজন। বিশ্বে এমন
বেশ কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয় মুদ্রার মূল্য প্রচুর। চলুন আজ জেনে নেওয়া যাক তাঁদের
সম্বন্ধে।
ভিয়েতনামে ভারতীয় টাকা বহুমূল্য। অপরূপ সৌন্দর্যের দেশ এই ভিয়েতনাম। শস্যশ্যামলা
ভিয়েতনামে একাধিক বৌদ্ধ প্যাগোডা রয়েছে দেখার মতো। একসময় এখানে ফ্রান্স উপনিবেশ পত্তন
করেছিল। তাই ফরাসি নিদর্শন ছড়িয়ে রয়েছে দেশ জুড়েই। এই দেশে যে সব ভারতীয়রা ঘুরতে যান
তাঁরা কিন্তু বেশ লাভবান হবেন। ভিয়েতনামে ১ টাকার বিনিময়ে ৩২৬. ৮৭ ভিয়েতনামি।
এর পরে আলোচনা করা যাক প্যারাগুয়ে নিয়ে। এটিও একটি অনিন্দ্যসুন্দর দেশ।
খেলাধুলায় এই দেশের বাসিন্দারা অত্যন্ত উৎসাহী। এখানে ১ টাকার বিনিময়ে পাওয়া যায় গুয়ারানি।
প্যারাগুয়েতেও সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে ঐতিহাসিক নিদর্শন।
মন্দিরের দেশ কম্বোডিয়া। যেমন প্রাকৃতিক সৌন্দর্য তেমনই ঐতিহাসিক স্থাপরত্য
এই দেশে ছড়িয়ে রয়েছে। হ্রদ টোনলে স্যাপ, জাদুঘর, রাজপ্রাসাদ সেসব জায়গায় একবার গেলে
জীবন ধন্য মনে হয়। ভ্রমণপিপাসু বহু ভারতীয় কম্বোডিয়ায় যান। এখানে ১ টাকার বিনিময়ে মেলে
৫৭.৩৪ কম্বোডিয়ান।
কলম্বয়ায় ১ টাকা মানে ৪৯.৬২ কলোম্বিয়ান পেসো। এখানকার কফি বিশ্ববিখ্যাত।
একটু টাকা জমিয়ে ঘুরে আসতেই পারেন এই দেশটি থেকে।
ইন্দোনেশিয়ার বালি খুব পরিচিত। মধুচন্দ্রিমা যাপনে এখানে ভারত থেকে বহু
পর্যটক ভীড় করে। এটিও খুব পকেট ফ্রেন্ডলি দেশ। এখানে ভারতীয় মুদ্রায় ১ টাকা মানে ১৯৩.৪৩
রুপিয়া।