কয়েকদিনের ছুটি পেলেই কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে
সকলেই পছন্দ করেন। বিশেষ করে এই সময়ে সমস্ত স্কুলে গরমের ছুটি পড়ায় শিশুদের সঙ্গে নিয়ে
বেড়াতে প্রায় সকলেই যান। আর তার জন্য কম খরচায় ট্রেনের সফরকেই বেছে নেন প্রায় সকলেই।
তবে একরাত্রির ট্রেনে করে অনায়াসেই যাত্রা করা সম্ভব হয়। কিন্তু আপনার ছোট্ট সন্তানের
জন্য একটু অসুবিধায় পড়তে হয়, কারণ শিশুদের জন্য কোনও ‘বেবি বার্থ’ থাকে না। তাই পরিবারের
খুদে সদস্যটিকে বাবা কিংবা মায়ের সঙ্গেই সিটে ঘুমাতে হয়। কিন্তু এবার থেকে আর নয় চিন্তা।
শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল ভারতীয়
রেল কর্তৃপক্ষ। এক বিশেষ ব্যবস্থা নিল ভারতীয় রেল। শিশুদের জন্য চালু হল বেবি বার্থ।
আরও পড়ুন:Bermuda Triangle: অবশেষে রহস্যভেদ বারমুডা ট্রায়াঙ্গেলের!
আরও পড়ুন:টুথপেস্টের ব্যবহার বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি! দাবি বিশেষজ্ঞদের
নতুন ব্যবস্থা অনুযায়ী ট্রেনের নীচের বার্থের সঙ্গে
একটি বিশেষ বার্থ জুড়ে দেওয়া হয়েছে। লোয়ার
বার্থের সাথে জুড়ে দেওয়া হচ্ছে ‘বেবি বার্থ’র। আপাতত এসি টু ও থ্রি টায়ারে এই ব্যবস্থা
চালু হচ্ছে। মূলত রাজধানী, দুরন্তর মতো সব দূরপাল্লার ট্রেনে এই ব্যবস্থা থাকবে। লখনউ
রেল কর্তৃপক্ষের তরফ থেকে শিশুদের কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ট্রেনের নীচের বার্থের সঙ্গে তুলনায় ছোট সাইজের একটি নতুন বার্থ জুড়ে দেওয়া হয়েছে।এমনকি
বাচ্চারা যাতে পড়ে না যায় তার জন্য বার্থের সঙ্গে একটি স্টপারও জুড়ে দেওয়া হয়েছে।