কম সময়ের মধ্যে খুব সহজে গন্তব্যে
পৌঁছানোর জন্য বিমানযাত্রা খুবই আরামদায়ক। কিন্তু সকলের বাজেটের মধ্যে থাকে না
টিকিটের দাম। তবে বুদ্ধি খরচ করে টিকিট কাটলে আপনি কিন্তু সস্তায় বিমানের টিকিট
কাটতে পারেন।
১) কখন টিকিট কাটছেন, সেই সময়টা বেশ গুরুত্বপূর্ণ:
কম খরচে টিকিট কাটতে হলে আপনাকে আগে
থেকে টিকিট কেটে রাখতে হবে। যাত্রার দিন যত এগিয়ে আসবে টিকিটের দাম কিন্তু ততই
বাড়তে থাকবে। মাস খানেক আগে আন্তঃরাজ্য বিমানের টিকিট কাটলে আপনার প্রায় ১৫ শতাংশ
খরচ কম হবে।
২) টিকিট কাটার সময়ে ছুটির দিনগুলি
এড়িয়ে চলুন:
চাহিদা বেশি থাকায় যে কোনও ছুটির
দিনে বিমানের টিকিটের দাম স্বাভাবিক কারণেই বেশি থাকে। তাই চেষ্টা করুন বেড়াতে
যাওয়ার সময় ওই দিনগুলি এড়িয়ে চলার।
আরও পড়ুন: সামনেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে সেই তালিকায় রাখতে পারেন উদয়পুরের নাম
আরও পড়ুন: নদী, পাহাড় পছন্দ নয়, জঙ্গল ভালবাসেন, তাহলে পুরুলিয়ার এই স্থান আপনার জন্য একদম পারফেক্ট
৩) টানা না কেটে ভেঙে ভেঙে টিকিট
কাটুন:
হাতে যদি সময় থাকে, তা হলে সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়া টিকিট কাটবেন না। বরং
ভেঙে ভেঙে যাত্রা করুন। এ ক্ষেত্রে বিমানের টিকিটের দাম অনেকটা কম পড়ে।
৪) একার জন্য টিকিট
কাটুন:
যদি অনেকে মিলে কোথাও বেড়াতে যান, তা হলে সকলেই একসঙ্গে টিকিট কাটার ভুলটি করেন। কম খরচে যেতে
হলে এক বারে এক জনের টিকিট কাটুন, খরচ কম হবে।