দু’দিনের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলে বাড়িতে
থাকতে একেবারেই মন চায়না। শুধু মনে হয় ওই দিনটি কখন আসবে। কারণ এই দু’বছর ধরে
বাড়িতে বসে বসে কাটিয়ে মন তো চাইবেই যেনও কোথাও যাই। আর আপনি যদি ভ্রমণপিপাসু
হয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই। তবে যাবেন কোথায়? আপনার ভ্রমণের
তালিকায় কি কোনও স্থান ঠিক করা আছে? যদি না করে থাকেন তাহলে
একেবারেই চিন্তা করার কিছুই নেই। সেই তালিকায় রাখতে পারেন সিকিমের নাম। উত্তর-পূর্ব
ভারতের একমাত্র অভয়ারণ্য যেখানে সময়ের আগেই ধরা দেয় রডোডেনড্রন। বসন্তে এই
অভয়ারণ্য ভরে যায় টুকটুকে লাল রঙে। মন চাইলেই দেখে আসতে পারেন এই প্রকৃতির অপরূপ
সৌন্দর্য্য। সিকিমে যেতে কার না মন চায়। তাই একটু পাহাড় ঘুরে আসতেই পারেন। বাঙালি
যদি কাছেপিঠের মধ্যে বরফ দেখতে চায়, তাহলে সিকিম হচ্ছে সেরা
ডেস্টিনেশন। আর যদি রডোডেনড্রনের মেলা দেখতে চায় তাহলে সিকিম হচ্ছে এই ভারত তথা
এশিয়ার একমাত্র ডেস্টিনেশন।
আরও পড়ুন: পর্যকদের জন্য সুখবর, এবার দিল্লি থেকে বারাণসী ছুটবে বুলেট ট্রেন
আরও পড়ুন: আর দেরি না করে গরমের ছুটিতে ঘুরে আসুন এই স্থানগুলি থেকে
তবে অনেকেই জানেন না এই সৌন্দর্য দেখার জন্য আসল সময় কখন? এই অপরূপ শোভা দেখার সময় হচ্ছে নভেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত। আর
যাঁরা প্রকৃতির কোলে দাঁড়িয়ে একটু সেলফি তুলতে ভালবাসেন, তাঁদের
কাছে মোক্ষম স্থান হবে এটি। সিকিমের বসন্তের বিশেষত্ব হল রডোডেনড্রন। গাছে গাছে
থোকা থোকা লাল ফুল ফুটে আছে। আবার কোনও গাছে তো সবুজ পাতাও দেখা যাচ্ছে না ফুলের
ভারে। পাহাড়ের কোল ঘেরা রডোডেনড্রন এক কথায় বলতে গেলে লা-জবাব। তাই আর সময় নষ্ট
না করেই এই স্থানে বেড়িয়ে পরুন।
Pealock
Feb 05, 2023 21:49 [IST]