প্রায় দু’বছর হয়ে গিয়েছে বাড়িতে
কাটিয়েছেন সকলেই। কারণ করোনার করাল গ্রাসে গোটা দেশ প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল।
যদিও পরিস্থিতি স্বাভাবিক হতেই মানুষ ঘুরতে যেতে শুরু করে দিয়েছেন। বর্তমানে তীব্র
গরমে প্রায় নাজেহাল অবস্থা মানুষের। সকাল শুরু হতে না হতেই একটা ভ্যাপসা গরম শুরু
হয়ে গিয়েছে। বেলা গড়াতে রাস্তায় আর বেড়োতেই যেন ইচ্ছা করে না। তবে কাজের জন্য
মানুষকে তো বেড়োতেই হবে। তবুও বিকালের পর দিকে একটু ঠান্ডা আবহাওয়া থাকে। যা এই
তীব্র দাবদাহের হাত থেকে একটু শান্তি দেয়। এতকিছুর মধ্যেও একটু ঘুরতে যেতে কার না
মন চায়। তাই এই গরমের হাত থেকে বাঁচতে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন তাজপুর
থেকে। ভিড় এড়িয়ে অল্প সময়ে শান্ত প্রকৃতির ছোঁয়া পেতে আদর্শ গন্তব্য হতে পারে
তাজপুরের সমুদ্র সৈকত। দুদিনের জন্য ছুটি কাটানোর বেশ মোক্ষম স্থান এটি।
আরও পড়ুন: আবার চলবে ভারত-বাংলাদেশের মধ্যে ট্রেন, ফিরছে মৈত্রী এক্সপ্রেস
আরও পড়ুন: Holi 2022: দোলের ছুটিতে ঘুরে আসতেই পারেন এই জায়গাগুলি থেকে
মন্দারমণি ও শঙ্করপুরের মাঝামাঝি
অবস্থিত তাজপুর। দিঘার ভিড় বা মন্দারমণির কৃত্তিমতা কোনওটিই নেই এখানে। কিন্তু
রয়েছে বালিয়াড়ি, ঝাউবন আর নির্জন সমুদ্রের অসীমতার অনাবিল আকর্ষণ।
বিকেলের দিকে সমুদ্রের ধারে বেড়াতে যেতেই পারেন। সে এক মনোরম পরিবেশ। হাওড়া থেকে
ট্রেনে করে যেতে হলে নামতে হবে রামনগর স্টেশনে। রামনগর থেকে সড়ক পথে তাজপুর যেতে
সময় লাগে প্রায় চল্লিশ মিনিট।