বিয়ের পর প্রথম একসঙ্গে স্বামী-স্ত্রী মধুচন্দ্রিমার জন্য যাবেন। তাই সেই স্থানটিও খুবই রোমাঞ্চকর হওয়াটা দরকার। তবে বিয়ের জন্য লং টাইম ছুটি নেওয়ার পর হানিমুনের জন্য আলাদা করে অফিস থেকে ছুটি পাওয়া একেবারেই সম্ভব হয় না অনেকেরই। সেই কারণে কম সময়ে বেড়াতে যাওয়ার জন্য মোক্ষম স্থান অনেকেই খুজে পান না। আর বিশেষ করে সকলেই বেশি টাকা খরচা করতে পারেন না হানিমুনের জন্য। কারণ বিয়ের জন্য প্রায় সকলকেই একটা মোটা টাকা খরচা করতে হয়। তাই হানিমুনটা একটু কম খরচেই সারতে চান। সেই জন্য স্বপ্নের মতো মধুচন্দ্রিমা কাটাতে সব সময়ে বিদেশ যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রিয়জনের সঙ্গে একান্তে কিছু দিন সময় কাটাতে ভারতের কোন জায়গাগুলি হতে পারে সেরা ঠিকানা জেনে নিন।
লক্ষদ্বীপ
মধুচন্দ্রিমার জন্য বেশ মনোরম ঠিকানা লক্ষদ্বীপ। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল নীল সমুদ্র আর সোনালি তট। এখানে রয়েছে ৩৬টি প্রবাল প্রাচীরযুক্ত দ্বীপপুঞ্জ। যা মুগ্ধ করবে আপনাকে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
জলের নীচে রঙের বাহার নিয়ে অবস্থান করা আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ মধুচন্দ্রিমার সেরা ঠিকানার একটি। নীলের সমারোহ আর নির্জনতা ঘেরা আন্দামানে মধুচন্দ্রিমায় গেলে পরতে পরতে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।
সিকিম
অনেকেই পাহাড় খুব ভালবাসেন তার জন্যন আপনি সিকিমকে অনায়াসেই বেছে নিতে পারেন।
Soigiougs
Mar 21, 2023 01:09 [IST]Soigiougs
Mar 17, 2023 00:11 [IST]glIlmer
Mar 01, 2023 00:07 [IST]