আমাদের দেশে বিশেষত গোয়াতে গেলেই বহু মহিলাই বিকিনি পড়েন। আর বিদেশে সমুদ্র
সৈকতে বিকিনি পরা মহিলাদের ভিড় তো থাকবেই। তবে দেশে এতটা সাহসী হওয়ার মতো সৈকত মেলে
না বলে বিদেশে গিয়ে বিকিনি পরে সমুদ্র সৈকতে বেড়ানোর ইচ্ছে অনেক মহিলারই থাকে। বিশেষ
করে সেই ট্যুর যদি হয় হানিমুন ট্যুর। তাহলে তো আর কোনও কথাই নেই। অনায়াসেই আপনি পড়তে
পারেন। তাহলে জেনে রাখুন যে ইচ্ছে হলেও যে কোনও দেশের সমুদ্র সৈকতে বিকিনি বা মোনোকিনি
পরে ঘোরা যায় না। বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে বিকিনি সহ অন্য সাঁতারের পোশাক
নিষিদ্ধ।
বার্সেলোনা এবং ম্যালোর্কা,
স্পেন
প্রতি বছর প্রচুর পর্যটকদের ভিড় দেখা যায়। কিন্তু ২০১১ সাল থেকে বার্সেলোনা
এবং ম্যালোর্কার রাস্তায় বিকিনি পরা নিষিদ্ধ হয়ে যায়। শুধুমাত্র সমুদ্র সৈকত এবং সেই
সংলগ্ন রাস্তাতেই বিকিনি পরার অনুমতি রয়েছে। কেউ যদি টু পিস পরে ধরা পড়েন, তাহলে তাঁকে
প্রায় ৩৯,৭৫৩ টাকা জরিমানা করা হবে।
আরও পড়ুন: ভারতের এই ভূতুড়ে স্থানগুলির গল্প শুনলে গায়ে কাঁটা দেবে
আরও পড়ুন: এমন বেশ কিছু জায়গা রয়েছে যে স্থানে গেলেই আপনার গা ছমছম করবে! রইল তারই হদিশ
হাভার, ক্রোয়েশিয়া
পর্যটকদের সাঁতারের পোশাক বা শার্টবিহীন অবস্থায় রাস্তায় ঘোরাঘুরিও নিষিদ্ধ।
এই পোশাকে ধরা পড়লে সেখানে ৪৭,৭০৪ টাকা জরিমানা করা হয়।
মলদ্বীপ
মলদ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে হানিমুনের
কথা উঠলে সবার আগে মনে আসে মলদ্বীপের নাম। শুধুমাত্র প্রাইভেট রিসর্টের প্রাইভেট বিচ
এবং কয়েকটি হাতে গোনা সৈকতে গেলেই বিকিনি পরার অনুমতি মেলে।
NuipXuL
Aug 07, 2023 04:11 [IST]endulky
Jun 19, 2023 05:30 [IST]igniguaps
May 20, 2023 00:10 [IST]