করোনা ও ওমিক্রনের জোড়ালো থাবায় নাজেহাল দেশ। তবে এখন
ওমিক্রন ও করোনার বাড়বাড়ন্ত কিছুটা কমতেই আবার বেড়াতে বেড়িয়ে পড়ছেন সকলেই।
অর্থনীতি চাঙ্গা করতে পর্যটন একটি মুখ্য হাতিয়ার। করোনার কোপে কম বেশি সব দেশের
অর্থনৈতিক ভিত টলে গিয়েছে। তাই পর্যটকদের জন্য এখন প্রায় সমস্ত দর্শনীয় স্থান খুলে
দেওয়া হয়েছে। তবে যদি কেউ লাদাখ যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন।
কোভিড পরীক্ষার নিয়ম
লাদাখে ভ্রমণ করার সময় যাত্রীদের কোভিড১৯ পরীক্ষা বাধ্যতামূলক।
সড়ক ও বিমানযাত্রীদের জন্য এই পরীক্ষা প্রযোজ্য। কোভিড১৯ পরীক্ষাটি ৭২ ঘণ্টার
বেশি হওয়া উচিত নয়। যে সমস্ত পর্যটকরা ৭২ ঘণ্টার বেশি পুরনো রিপোর্ট করবেন তাঁদের
ইউটি প্রশাসনের নির্দেশ অনুসারে একটি আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। পর্যটকদের
মধ্যে পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে তাকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থায় করতে হবে।
আরও পড়ুন: একক ভ্রমণের জন্য রইল বেশকিছু দর্শনীয় স্থানের হদিশ
আরও পড়ুন: কাশ্মীর তো প্রায় সকলেই গিয়েছেন, কিন্তু সেখানকার এই স্থানগুলি কি গিয়েছেন দেখে নিন
সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের জন্য
যাঁদের ডবল টিকা নেওয়া হয়েছে, তাঁদের জন্য কোভিড নেগেটিভ রিপোর্ট প্রযোজ্য নয়। সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের
জন্য লাদাখ প্রবেশের কোনও আলাদা পরীক্ষা করার দরকার নেই। তবে ভ্যাকসিনের ডবল ডোজ
যে নেওয়া হয়েছে, তার শংসাপত্র অবশ্যই দেখাতে হবে।
হোটেলের জন্য নিয়ম
লাদাখের সমস্ত হোটেলগুলিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের
নির্দেশিকাগুলিকে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে
হবে। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।