প্রায় দুবছর ধরে বাড়িতে বসে থাকার পর যখন শোনা যায় কোথাও
বেড়াতে যাওয়ার কথা, তখন কতক্ষণে সেই দিনটি আসবে সেই অপেক্ষায়
থাকেন সকল ভ্রমণপীপাসু মানুষেরা। কারণ এতদিন ধরে বাড়িতে থেকে যেন একেবারে প্রাণ
ওষ্টাগত হয়ে গিয়েছে সকলের। এই ঘরবন্দি জীবন থেকে মুক্তি পেতে মনে হয় কোনও সঙ্গী
যদি নাও পাওয়া যায়, তাহলেও নিজেই যেন কাঠেপিঠে বেড়িয়ে পড়ি।
তবে একক ভ্রমণে গেলেও সুরক্ষা, খরচ ও যাতায়াতের সুবিধার কথা
মাথায় রেখেই গন্তব্য ঠিক করা জরুরি। তাই সেই সব কথা মাথায় রেখে এই সমস্ত স্থানগুলি
ঘুরে আসতে পারেন।
ভরকলা:
কেরলে একক ভ্রমণের জন্য অন্যতম আদর্শ সৈকতটি হল ভরকলা।
যাঁরা খুব একটা ছোটাছুটি করতে পছন্দ করেন না, তাঁদের জন্য এই স্থানটি
হতে পারে আদর্শ স্থান।
আরও পড়ুন: কাশ্মীর তো প্রায় সকলেই গিয়েছেন, কিন্তু সেখানকার এই স্থানগুলি কি গিয়েছেন দেখে নিন
আরও পড়ুন: সময় পেলে এই স্থান থেকে ঘুরে আসতেই পারেন
শিলং:
শিলং মানেই নিরিবিলি নিভৃতে সময় কাটানো আদর্শ স্থান।
কিন্তু একা একা ঘুরতেও মন্দ লাগবে না মেঘালয়ের এই শৈল শহরে।
উদয়পুর:
শুধু উদয়পুর নয়, গোটা রাজস্থান জুড়েই
ক্রমশ বাড়ছে একক ভ্রমণে আগ্রহীদের আনাগোনা।
জিরো:
অরুণাচল প্রদেশের সুবানসিঁড়ি জেলায় অবস্থিত এই জিরো
উপত্যকা। অর্কিড ও সবুজ পাইনের একেবারে সেজে উঠেছে এই শহর।
জিভি:
সিমলা থেকে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত জিভি খুব একটা
পরিচিত নাম নয়। শহুরে কোলাহল থেকে নিরিবিলিতে ঘুরে আসতেই পারেন।