ঘুরতে তো আমরা অনের জায়গাতেই যাই।
পাহাড় থেকে শুরু করে সমুদ্র বা জঙ্গল, নদী দেখতে অনেকেই বহু দূরে পৌঁছে যান।
কিন্তু এই পৃথিবীতে এমন বহু জায়গা রয়েছে যা একেবারে রহস্যে মোরা। সেই সম্পর্কে
আমরা একেবারেই জানি না। আবার এমন বহু স্থান রয়েছে যা বিশেষ কোনও কারণের জন্য বিখ্যাত।
যেমন ধরুন দিল্লিল লালকেল্লা হোক বা আগ্রার তাজমোহল। এই সমস্ত স্থানের জনপ্রিয়তা
রয়েইছে। কিন্তু আমেরিকার একটি ছোট্ট শহর সিয়াটেল। দর্শনার্থীদের কাছে এই শহরের
জনপ্রিয়তা বেশ তুঙ্গে। কিন্তু এই স্থানটি কীসের জন্য জনপ্রিয়তা লাভ করেছে জানেন? কারণটা
শুনলে অবাক হবেন আপনিও। সিয়াটেল জনপ্রিয়তা লাভ করছে সেখানকার ‘গাম ওয়াল’এর জন্য। ভাবছেন
নিশ্চয়ই সেটি আবার কী? চলুন পুরো বিষয়টি একটু খোলসা করে বলা
ভাল।

আরও পড়ুন:Vastu Tips: অন্যের থেকে নিয়ে এই জিনিসগুলি ভুলেও ব্যবহার করবেন না, হতে পারে সংকট
আমেরিকাতে অ্যালিস থিয়েটারের ঠিক পাশে হাজার হাজার
রঙিন চিউয়িংগাম দিয়ে সাজানো একটি দেওয়াল। ভাবছেন, এ আর আর এমন কী? শুনলে অবাক হবেন
কিন্তু এখানকার এই বিষয়টির জন্যই বিখ্যাত এই ছোট্ট গ্রামটি। ১৯৯০ সাল থেকে মানুষ
সেই দেওয়ালের পাশ দিয়ে যাওয়ার সময়েই মুখের চিউয়িংগাম দেওয়ালে গায়ে লাগিয়ে দেন। আর এ
ভাবেই চিউয়িংগামের পাহাড় জমেছে সেই দেওয়ালে। যদিও ২০১৫ সালে স্থানীয় প্রশাসন সেই দেওয়ালটি
পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিল। কাজটি করতে সময় লেগেছিল প্রায় ১৩০ ঘণ্টা। তবে পর্যটকরা
আবার উদ্যোগ নিয়ে সেই খালি স্থান ভরাট করেছে চিউয়িংগাম দিয়ে।